হোম > খেলা > ক্রিকেট

পন্টিংয়ের হাত থেকে পুরস্কার পেয়ে আরও উজ্জীবিত মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেকটা দুর্দান্ত হয়েছে মোস্তাফিজুর রহমানের। গত শনিবার গুজরাট টাইটানসের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে বাঁহাতি পেসার পেয়েছেন ৩ উইকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের একমাত্র প্রতিনিধির ম্যাচটা দারুণ গেলেও তাঁর দল হেরেছে ১৪ রানে। 

অন্য ম্যাচের মতো এই ম্যাচ শেষেও ড্রেসিংরুমে শিষ্যদের নানা পরামর্শ দিয়েছেন দিল্লির কোচ রিকি পন্টিং। দলের ড্রেসিংরুমের সংস্কৃতি অনুযায়ী আরেকটি কাজও করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। মোস্তাফিজের হাতে তুলে দিয়েছেন একটি বিশেষ পুরস্কার। 

মোস্তাফিজকে পুরস্কার দেওয়ার আগে পন্টিং বলেন, ‘তোমাদের যত সহযোগিতা দরকার, আমরা (কোচেরা) করব। কিন্তু ভালো করার উপায় তোমাদেরই খুঁজে বের করতে হবে। আমার চোখে আজকের (শনিবার) ম্যাচসেরা নতুন কেউ—মোস্তাফিজুর রহমান।’ 

পরে মোস্তাফিজ আজকের পত্রিকাকে জানান, খেলায় জয়-পরাজয় যেটিই হোক, ম্যাচ শেষে ড্রেসিংরুমে দলের সেরা পারফরমারকে পুরস্কার হিসেবে দিল্লির লোগো দেওয়া হয়। তিনি এটি পেয়ে বেশ খুশি। চেষ্টা করবেন সামনেও ছন্দ ধরে রাখতে। 

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ