দীর্ঘদিন ধরেই ফর্ম ভালো যাচ্ছে না বিরাট কোহলির। অধিনায়কত্ব ছেড়ে দিয়ে নিজেকে চাপমুক্তও রেখেছেন। কিন্তু তবুও ছন্দ ফিরতে পারছেন না তিনি। এবার আত্মবিশ্বাসী হতে ল্যাপটপে টেস্ট ক্যারিয়ারের অতীত স্মৃতি খুঁজলেন ভারতীয় এ ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি শেয়ারও করেছেন কোহলি।
আজকের দিনেই লাল বলের ক্রিকেটে অভিষেক হয়েছিল কোহলির। মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয়বার ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ের বছরে। বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দল ওয়েস্ট উইন্ডিজ সফরে গিয়েছিল। ২০১১ সালের ২০ জুন সাবাইনা পার্কে ক্যারিবীয়দের বিপক্ষে সাদা পোশাকে প্রথমবার খেলতে নেমেছিলেন কোহলি। আজ টেস্ট ক্রিকেটে ১১ বছরে পা রাখলেন সাবেক ভারতীয় অধিনায়ক। কোহলি বিশেষ দিনকে স্মরণীয় করে রাখলেন টুইটারে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওটি শেয়ার করেন ল্যাপটপের টেস্ট ফোল্ডার থেকে। সেখানে তাঁর কীর্তি গড়ার ছবিগুলো দেখা যায়।
শুরুর সময়ের মতো বর্তমান সময়টাও ভালো যাচ্ছে না কোহলির। গত সাড়ে তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরিহীন। তাই হয়তো ল্যাপটপে বিশেষ দিনে অতীতকে স্মরণ করলেন তিনি।