হোম > খেলা > ক্রিকেট

২০২৩ আইপিএলের নিলাম ১৬ ডিসেম্বর 

অস্ট্রেলিয়ায় চলছে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের দিনক্ষণ ঠিক হয়েছে। ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে হবে আগামী আইপিএলের নিলাম। নিলামের ব্যাপারটি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া। 

২০২২ আইপিএলের মতো এই আইপিএলেও খেলবে ১০ দল। গতবারের মতো মেগা নিলাম না হলেও এবারের নিলাম হবে ছোট পরিসরে। গত নিলামের বেঁচে যাওয়া অর্থ তো দলগুলো পাচ্ছেই, একই সঙ্গে পাঁচ কোটি রূপি বেশি করে পাবে দলগুলো। 

গত মৌসুমের পর সবচেয়ে বেশি ৩ কোটি ৪৫ লাখ রুপি জমা ছিল পাঞ্জাব কিংসের কাছে। তাহলে আগামী নিলামে ৮ কোটি ৪৫ লাখ রুপি নিয়ে নিলাম করবে পাঞ্জাব। চেন্নাই সুপার কিংস নামবে ৭ কোটি ৯৫ লাখ রুপি নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৬ কোটি ৫৫ লাখ, রাজস্থান রয়্যালস ৫ কোটি ৯৫ লাখ, কলকাতা নাইট রাইডার্স ৫ কোটি ৪৫ লাখ, গুজরাট টাইটান্স ৫ কোটি ১৫ লাখ এবং মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস—এই তিন দল ৫ কোটি ১০ লাখ রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে। লখনৌ সুপার জায়ান্টস সবচেয়ে কম ৫ কোটি রুপি নিয়ে নিলামে অংশ নেবে। 

তিন মৌসুম পর  হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ফিরছে আগামী আইপিএল। ২০২৩ সালের মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে ১৬তম আইপিএল। নিলামের আগেই ধরে রাখা (রিটেইন) ক্রিকেটারদের তালিকা আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে জমা দিতে হবে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে।

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি