হোম > খেলা > ক্রিকেট

ভারত ম্যাচের ম্যাচ ফি নারী ক্রিকেটারের চিকিৎসায় দিতে বলছেন বাবরের বাবা 

বিশ্বকাপে প্রথমবার ভারতের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। সেদিন অশ্রুসিক্ত হয়ে আলোচনায় এসেছিলেন আজম সিদ্দিকী। তাঁর আরেকটা পরিচয়, তিনি পাকিস্তান অধিনায়ক বাবর আজমের বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির নারী ক্রিকেটার বিসমা আমজাদের চিকিৎসা নিয়ে একটি পোস্ট করে আবার আলোচনায় তিনি। 

গত অক্টোবরে করাচিতে অনুশীলনের সময় মাথায় আঘাত পান বিসমা। এরপর দ্রুতই তাঁকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। শোনা যায়, হাসপাতালে নেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা তাঁর মেডিকেল খরচ দিতে রাজি হননি! এমন খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, পিসিবি একটি দায়িত্বশীল সংস্থা হিসেবে বিসমার সুস্থতার পাশাপাশি চিকিৎসার খরচও বহন করছে। 

বিসমার চিকিৎসা নিয়ে আজম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি পিসিবির চেয়ারম্যান রমিজ রাজাকে অনুরোধ জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে জাতীয় ক্রিকেটার বিসমা আমজাদের চিকিৎসার ব্যবস্থা করুন। যদি পাকিস্তানের জার্সি পরা কেউ অসহায় হয়, এর অর্থ হলো পুরো জাতিই অসহায়। প্রয়োজনে বাবর আজম বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলে যে ম্যাচ ফি পেয়েছেন, তা খরচ করা হোক ওই নারী ক্রিকেটারের চিকিৎসায়।’ 

পরে এক ভিডিও বার্তায় চিকিৎসা নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিসমা। পাকিস্তানের নারী ক্রিকেট দলের এই খেলোয়াড় জানান, তিনি অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছিলেন। পরে পিসিবির কর্মকর্তারা তাঁকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ভালো আছেন জানিয়ে বিসমা বলেছেন, ‘আমি বর্তমানে ভালো অনুভব করছি। পিসিবি আমাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে।’ 

‘খলনায়ক’ রিয়াদের ব্যাটেই জিতল রংপুর

২ ম্যাচ খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ক্রেমার

কারা আছেন বাংলাদেশের যুব বিশ্বকাপ দলে

৪০০ উইকেটের ক্লাবে মোস্তাফিজ

ভক্তদের সঙ্গে যেটা হচ্ছে, সেটা সাকিবের খুব খারাপ লাগে

‘ক্রিকেট বোর্ড ভাঙতে পারে, আবার আইসিসিতেও যেতে পারে’

৭ ‘নতুন মুখ’ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা

অ্যাশেজে অপেক্ষা ফুরাচ্ছে ম্যাথু পটসের

ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরল চট্টগ্রাম

জুনে অস্ট্রেলিয়া, আগস্টে বাংলাদেশে আসছে ভারত