হোম > খেলা > ক্রিকেট

প্রথম ম্যাচেই মৃত্যুঞ্জয়ের স্বপ্নপূরণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম হ্যাটট্রিক তুলে নিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। নিজের প্রথম ম্যাচে নেমেই জাত চিনিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সেই পেসার। মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকের দিনে জয় পেয়েছে তাঁর দলও।

প্রথম দুই ওভারে দারুণ বোলিং করলেও ছিলেন উইকেটশূন্য। উইকেট পাননি তৃতীয় ওভারেও। কোটার শেষ ওভারে হ্যাটট্রিক করে ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের মোড়। ম্যাচশেষে মৃত্যুঞ্জয় জানালেন এমন অর্জনে তিনি নিজেও অবাক, ‘প্রত্যেক বোলারেরই স্বপ্ন থাকে হ্যাটট্রিক করার ও পাঁচ উইকেট নেওয়ার। আমারও সে স্বপ্ন ছিল। তবে বড় মঞ্চে এত তাড়াতাড়ি হ্যাটট্রিক হয়ে যাবে ভাবিনি।’

ম্যাচের খুব গুরুত্বপূর্ণ সময়ে মৃত্যুঞ্জয়ের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক নাঈম ইসলাম। ১৮ তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন মৃত্যুঞ্জয়। জয়ের জন্য সিলেট সানরাজার্সের তখন প্রয়োজন ১৮ বলে ৪৯ রান। এমন সমীকরণে ওভারের প্রথম দুই বলে দেন ১০ রান।  এক ছয় আর এক চারে নিজের স্কোরটা এক লাফে ৬৮ থেকে  ৭৮ -এ নেন  ছন্দে থাকা এনামুল হক বিজয়। তবু ঘাবড়ে যাননি ২০ বছর বয়সী এই পেসার।    

মৃত্যুঞ্জয় শুরুটা করেছেন ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলা বিজয়কে  দিয়েই। ৭৮ করা বিজয়কে নাসুম আহমেদের হাতে ক্যাচ বানান। পরের বলে তুলে মারতে গিয়ে পয়েন্টে আফিফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মোসাদ্দেক হোসেন। পঞ্চম বলে নিখুঁত ইয়র্কারে রবি বোপারার স্টাম্প ওপরিয়ে  হ্যাটট্রিক পূরণ করেন মৃত্যুঞ্জয়। ম্যাচশেষে জানালেন, ‘অধিনায়ক আমাকে ইয়র্কার করতে বলেছিলেন। প্রথম দুই ওভার ভালো করায় আমি আত্মবিশ্বাসী ছিলাম।’ এই আত্মবিশ্বাসই তাকে শেষপর্যন্ত ম্যাচের নায়ক বানিয়েছে। ৪ ওভারে ৩৩ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে মৃত্যুঞ্জয়ের হাতে।     

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ