মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন রাজত্ব করেছিল ভারত। তবে তৃতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শেষ সেশনে ভারতের ৬ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি বোলাররা। ৮০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা।
৪ উইকেটে ২২৬ রান নিয়ে দ্বিতীয় দিনের শেষ সেশনের খেলা শুরু করেছিল ভারত। ৯৩ রানে ঋষভ পন্তকে ফিরিয়ে গলার কাঁটা হয়ে ওঠা পঞ্চম উইকেট জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের কাছে ক্যাচ দেন পন্ত। আর তাতে শ্রেয়াস আইয়ারের সঙ্গে তাঁর ১৫৯ রানের ইনিংসের ইতি ঘটে।
এরপর দ্রুতই অক্ষর প্যাটেল ও আইয়ারকে ফেরান সাকিব আল হাসান। সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন অক্ষর। সেঞ্চুরির পথে থাকা আইয়ারকে ফেরান এলবিডব্লিউর ফাঁদে ফেলে। ১০ চার ও ২ ছক্কায় ১০৫ বলে ৮৭ রান করেন আইয়ার।
ভারত শেষ ৩ উইকেট হারায় ৪৩ রানে। ১২ রানে সাকিবের বলে এলবিডব্লিউর শিকার হন রবিচন্দ্রন অশ্বিন। উমেশ যাদবকে ১৪ রানে লিটন দাসের ক্যাচ বানিয়ে ইনিংসে নিজের চতুর্থ উইকেট পূর্ণ করেন তাইজুল ইসলাম। মোহাম্মদ সিরাজ স্ট্যাম্পিংয়ের শিকার হন সাকিবের বলে। তাতে ৩১৪ রানে অলআউট হয় ভারত।
৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে বাংলাদেশ। ৬ ওভারে বিনা উইকেটে ৭ রানে দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা। জাকির হাসান অপরাজিত আছেন ২ রান করে আর নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ৫০ রান করে।