হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টিতে ‘এ’ দলের ওয়ানডে সিরিজ ড্র

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ‘এ’ দল ও উইন্ডিজ ‘এ’ দলের মধ্যেকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা ছিল। গতকাল সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে নেমেছিল তারা। বৃষ্টিতে তৃতীয় ও শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে।

ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ‘এ’ দলের। দলীয় ৭ রানে ২ উইকেট হারায় সফরকারীরা। দ্বিতীয় ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম ৩ ও সাইফ হাসান ২ রান করে ড্রেসিংরুমে ফেরেন। আর বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে অধিনায়ক মোহাম্মদ মিঠুন তৃতীয় ব্যাটার হিসেবে ২০ রানে আউট হন। দলীয় ৩ উইকেটের বিনিময়ে ৬১ রানের সময় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। ম্যাচে অপরাজিত থাকেন দুই ব্যাটার সৌম্য সরকার ৩০ রান ও শাহাদাত হোসেন দীপু ১ রানে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ ‘এ’ দল ৯ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে। স্বাগতিকদের শুরুটা ভালো হয়। দুই ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল ও জশুয়া ডি সিলভা ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন। জশুয়াকে ২৩ রানে আউট করে বাংলাদেশ ‘এ’ দলকে প্রথম উইকেট এনে দেন পেসার রেজাউর রহমান রাজা। ম্যাচে দুর্দান্ত বল করা রাজা পরে আরও ৩ উইকেট নেন। সব মিলিয়ে ম্যাচের সেরা পেসার ৫০ রানে ৪ উইকেট নেন। অন্য ওপেনার চন্দরপলকে স্পিনার রকিবুল হাসান দ্রুত আউট করলেও উইন্ডিজ ‘এ’ দলকে ২৩৮ রানের সংগ্রহ এনে দেন টেডি বিশপ ও গ্রিভস জাস্টিনের জুটি। এ দুই ব্যাটার তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন। ৬০ রান করে দলের সর্বোচ্চ স্কোরার বিশপ।

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান