হোম > খেলা > ক্রিকেট

প্রোটিয়াদের হারানোয় ডাচদের ধন্যবাদ কামিন্সের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। রানের পাহাড় গড়ে টানা দুই জয়ে উড়তে থাকা সেই প্রোটিয়াদের মাটিতে নামায় নেদারল্যান্ডস। ডাচদের এমন পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়নদের আশা বাঁচিয়ে রাখার জন্য ধন্যবাদও দিয়েছেন ডাচদের। 

আজ বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। তার দুই দিন আগে ধর্মশালায় কমলা-নাচন দেখে কামিন্স বললেন, ‘হ্যাঁ, এটা ভালো, মিথ্যা বলব না। আমি মনে করি, এটা সব দলকে সমান করে দেয়।’ প্রোটিয়াদের বিপক্ষে জয়ে ডাচদের সমীহের চোখে দেখছেন এই অজি পেসার। 

আগামী বুধবার দিল্লিতে নিজেদের পঞ্চম ম্যাচে স্কট এডওয়ার্ডসদের মুখোমুখি হবে অজিরা। সেই ম্যাচের আগে ডাচদের প্রশংসা কামিন্সের মুখে, ‘তারা সত্যিই ভালো খেলেছে। আমরা যেটা দেখলাম, টুর্নামেন্টের ১০ দলই খুব শক্তশালী। তারা সবাই যোগ্যতা অর্জন করে এসেছে। কারণ, তারা নিজেদের জায়গা অর্জন করেছে। কোনো সহজ ম্যাচ নেই এখানে। সবকিছুই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’ 

প্রথম দুই ম্যাচে হেরে বেশ চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছেন কামিন্সরা। সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে হলে পাকিস্তান তো বটে, বাকি ম্যাচগুলোতেও জয়ের বিকল্প নেই তাঁদের।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু