হোম > খেলা > ক্রিকেট

আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সৌরভ 

আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন সৌরভ গাঙ্গুলী। অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হলেন তিনি। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। আগেও সৌরভ আইসিসির ক্রিকেট কমিটিতে ছিলেন। তখন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ছিলেন না। এবার বিসিসিআইয়ের সভাপতি থাকাকালীন এই দায়িত্ব পেলেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। 

২০১২ সালে ক্লাইভ লয়েডের জায়গায় চেয়ারম্যান হিসেবে এসেছিলেন কুম্বলে। এরপর ২০১৬ সালেও কুম্বলেকে পুনর্নিয়োগ করা হয়। ২০১৯ সালে আবারও তিন বছর মেয়াদে এই পদে নির্বাচিত হন সাবেক এই ভারতীয় স্পিনার। টানা ৯ বছর ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। এবার তাঁর জায়গায় এলেন সৌরভ। 

২০১৯ সালের অক্টোবর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন সৌরভ। এবার সাবেক ভারতীয় অধিনায়কের কাঁধে চাপল আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আইসিসি ক্রিকেট কমিটি মূলত প্রশাসনিক কাজ করে থাকে। বিভিন্ন প্রতিযোগিতায় খেলার নিয়মকানুন ঠিকমতো মেনে চলা হয়েছে কি না, সেসব দেখভাল করে এই কমিটি। 

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু