ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই ধারাবাহিকতায় পিএসএলের গত অষ্টম আসর থেকে আয় হয়েছে ৫৬৩ কোটি পাকিস্তানি রুপি। পিএসএলের এই আয় এসেছে সম্প্রচার স্বত্ব, পৃষ্ঠপোষক, টিকিট বিক্রি ও অন্যান্য স্বত্ব থেকে।
স্বাভাবিকভাবে আয়ের একটি বড় অংশ এসেছে সম্প্রচার স্বত্ব থেকে। পাকিস্তান থেকে এই আয় হয়েছে ২১৭ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার ৩৯৪ রুপি। পাকিস্তানের বাইরে সম্প্রচার স্বত্ব থেকে আয় হয়েছে ৪০ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৩৭৮ রুপি।
আয়ের একটি বড় অংশ অবশ্য থেকে ফ্র্যাঞ্চাইজিদের কাছে। নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে এই আয়ের অংশ শেয়ার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোট আয়ের মাত্র ৫ শতাংশ পাচ্ছে পিসিবি। এখান থেকে পিসিবির আয় ৫৮ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৪৮০ রুপি। বাকি ৯৫ শতাংশ অর্থাৎ ৫০৪ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ৯৮৯ রুপি ভাগ করে দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। প্রতি ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ৮৪ কোটি ১১ লাখ ২৯ হাজার ৪৯৮ রুপি করে।
ফ্র্যাঞ্চাইজি ফি, ক্রিকেটারদের পারিশ্রমিক, পরিচালন ব্যয় বাদ দিয়েও তাই লাভ মুখ দেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এখানে অবশ্য কিছুটা ব্যতিক্রম গতবারের রানার্সআপ মুলতান সুলতানস। দলটির ফ্র্যাঞ্চাইজি ফি বেশি থাকায় তারা লাভের মুখ দেখেনি।