হোম > খেলা > ক্রিকেট

ফেবারিট দল হিসেবে কোয়ালিফায়ারে চোখ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফাইয়ে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে থাকা আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব একটা ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। তবে প্রতিপক্ষ যেমনই হোক, ফেবারিট দল হিসেবেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জ্যোতি। টুর্নামেন্টে লক্ষ্য নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘প্রথমত বলব যে, আইসিসি টি-টোয়েন্টি কোয়ালিফায়ার, প্রথম উদ্দেশ্য থাকবে কোয়ালিফাই করা।’

গ্রুপে শক্তিশালী প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সব সময় মূল পর্বে তাদের বিপক্ষে খেলার সুযোগ হতো বাংলাদেশের। তবে এবার কোয়ালিফাই রাউন্ডেই তাদের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিয়ে জ্যোতি বলেছেন, ‘আয়ারল্যান্ড ভালো দল আমাদের বিপক্ষে। কিন্তু তাদের যদি পরিসংখ্যান দেখেন, আমাদের বিপক্ষে জয় খুব কম তাদের। সে জায়গা থেকে আমি বলব আমাদের দল ফেবারিট।’ 

‘আমরা এই দলটা অনেক দিন ধরে ক্রিকেট খেলছি একসঙ্গে। সেক্ষেত্রে আমরা একে অপরকে জানি। আমি মনে করি, আমাদের দলের যে সম্ভাবনা আছে, আমরা যদি ধারাবাহিকতা রাখতে পারি, ব্যাটাররা যদি ভালো করতে পারে, টিম হিসেবে পারফর্ম করতে পারি, আমরা ফেবারিট হয়ে থাকব।’ যোগ করেন তিনি।

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি