হোম > খেলা > ক্রিকেট

তাঁরাও জানেন…

নিজস্ব প্রতিবেদক, দুবাই থেকে

বিপিন দানি থাকেন মুম্বাইয়ে; কিন্তু লেখেন শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের একাধিক পত্রিকা ও অনলাইন পোর্টালে। গতকাল বিকেলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ডাইনিংয়ে দেখা হতেই জানতে চাইলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে কোন হোটেলে পাওয়া যাবে।

দুই হোটেলে—এমন উত্তর শুনে একটু অবাকই হলেন বিপিন। ভারতীয় সিনিয়র সাংবাদিককে বিষয়টি খুলে বলা হলো। দলের সঙ্গে যেহেতু তাঁকে বসতে হয়, টিম হোটেল হিলটনে নিয়মিত আসেন। তবে তিনি থাকছেন ইন্টারকন্টিনেন্টালে। বিপিন কেন বিসিবি সভাপতির সন্ধানে আছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ কভার করতে আসা ভারতের একাধিক সাংবাদিকের কৌতূহল দেখা গেল বিসিবির সভাপতিকে নিয়ে।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে মেহেদী হাসান মিরাজ দারুণ এক শুরু এনে দিয়েছেন বাংলাদেশকে। মেক শিফট ওপেনার হিসেবে মিরাজ যখন ব্যাট করছেন, ডাইনিংয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদক অরনি বসু জানতে চাইলেন, ‘মিরাজ কি এখন বিসিবি সভাপতির ফোন ধরছেন…?’ পাশে বসা ধারাভাষ্যকার ও সাবেক ভারতীয় ক্রিকেটার দীপ দাসগুপ্ত বেশ কৌতূহলী চোখে জানতে চাইলেন বিষয়টা।

অরনিই খুলে বললেন, ২০১৯ সালের খেলোয়াড় আন্দোলনের সময় জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন বিসিবি সভাপতি। সিনিয়রদের পাশাপাশি তিনি ফোন দিয়েছিলেন জুনিয়র ক্রিকেটারদেরও। এঁদের একজন ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে তখন ফোন ধরেননি মিরাজ। সে কারণে বেশ কষ্ট পেয়েছিলেন, বিসিবির প্রধান পরে নিজেই তা জানিয়েছিলেন। সব শুনে দীপের অভিব্যক্তি কী, সেটা আর কি বলতে হবে!

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি