জসপ্রীত বুমরা, লোকেশ রাহুল—ভারতীয় দুই ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলার সময়ই অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে দুজনের সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। রাহুল দিলেন দুঃসংবাদ ও বুমরার থেকে সুসংবাদ মিলেছে।
৭ মার্চ ধর্মশালায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। কোয়াড্রিসেপ টেনডনের চোটে পড়ায় সেই টেস্টের দল থেকে ছিটকে যান রাহুল। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে যে চোট নিয়ে কথা বলতে লন্ডনে এক বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন রাহুল। ভারতীয় এই ব্যাটারকে নিয়ে ভাবছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও। গত সপ্তাহে আইপিএলের যে আংশিক সূচি প্রকাশ করা হয়েছে, তাতে জানা গেছে ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ২৪ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে লক্ষ্ণৌ।
অন্যদিকে শেষ টেস্টকে সামনে রেখে বুমরা ফিরছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ তা নিশ্চিত করেছে। সেখানে ১৬ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিসিআই। এর আগে রাঁচিতে ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে সিরিজের চতুর্থ টেস্ট। সেই টেস্টের আগে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
কোয়াড্রিসেপ টেনডনের চোটে রাহুল পড়েছেন হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে। দুই ইনিংসে করেন ৮৬ ও ২২ রান। সেই টেস্টই তাঁর ক্যারিয়ারের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ টানা তিন টেস্টই তিনি মিস করেন এই চোটের কারণে।