হোম > খেলা > ক্রিকেট

‘চ্যাম্পিয়ন’ আর্থার আবারও হচ্ছেন পাকিস্তানের কোচ

মিকি আর্থারের অধীনে ৫ বছর আগে কোনো আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছিল পাকিস্তান। সেই আর্থারই হতে যাচ্ছেন পাকিস্তানের কোচ।

পাকিস্তানের সামা টিভির একটি সূত্র জানিয়েছে, পিসিবির দেওয়া প্রস্তাবে পুনরায় পাকিস্তানের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন আর্থার। আগামী ফেব্রুয়ারীতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম মৌসুম শুরুর আগে জয়েন করতে পারেন এই কোচ। আর্থার এখন আছেন ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ডার্বিশায়ারের দায়িত্বে। ডার্বিশায়ারের সঙ্গে চুক্তিও দ্রুত শেষ হবে। আর পিসিবির সঙ্গে সাকলাইন মুশতাকের চুক্তিও শেষ হবে আগামী ফেব্রুয়ারীতে। যেখানে সাকলাইন এখন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন।

নাজাম শেঠি পিসিবির প্রধান হওয়ার পরপরই পিসিবিতে একের পর এক পরিবর্তন আনছেন। পুরোনো নির্বাচক কমিটি ভেঙে দিয়েছেন। শহীদ আফ্রিদিকে প্রধান করে সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুমকে নিয়ে বানিয়েছেন তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি। নতুন কোচ নিয়োগ দেওয়াটাও সেই পরিবর্তনেরই পরিকল্পনারই অংশ।

এর আগে ৬ মে,২০১৬ থেকে ৭ আগস্ট, ২০১৯ পর্যন্ত পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন আর্থার। তার সময়ে পাকিস্তান সবচেয়ে বড় সাফল্য পেয়েছিল ২০১৭ সালে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়ে টুর্নামেন্টটির প্রথম শিরোপা জেতে পাকিস্তান। ২০১৬ তে টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছিল পাকিস্তান। ২০১৮ তে আর্থারের অধীনে টি-টোয়েন্টিতে শীর্ষ দল হয়েছিল এশিয়া মহাদেশের এই দলটি।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ