হোম > খেলা > ক্রিকেট

লঙ্কায় শাকিলের বিরল রেকর্ডে এগিয়ে পাকিস্তান

ছয় টেস্টের ছোট্ট ক্যারিয়ারেই পাকিস্তানের অনেক কিংবদন্তি ব্যাটারদের পেছনে ফেললেন সৌদ শাকিল। শ্রীলঙ্কার মাটিতে প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

শাকিলের ডাবল সেঞ্চুরিতে গল টেস্টের নিয়ন্ত্রণও পাকিস্তানের হাতে। প্রথম ইনিংসে ৪৬১ রানে দল অলআউট হলেও ২০৮ রানে অপরাজিত থাকেন বাঁ হাতি ব্যাটার। তৃতীয় দিনের খেলে শেষে ১৩৫ রানের লিড পেয়েছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ১৪ রান তুলেছে শ্রীলঙ্কা।

ক্যারিয়ারের প্রথম পাঁচ টেস্টেই টানা পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা শাকিলের রেকর্ড গড়ার পথটা সহজ ছিল না। প্রবাথ জয়াসুরিয়ার স্পিন মায়ায় শুরু থেকেই ব্যাকফুটে ছিল পাকিস্তান। ১০১ রানে ৫ উইকেট হারানো পাকিস্তানকে সেখান থেকে পথ দেখান তিনি। আগা সালমানকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৭৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলান তিনি। দলীয় ২৭৮ রানে সালমান ব্যক্তিগত ৮৩ রানে আউট হলে বোলারদের নিয়ে দলকে লিড এনে দেওয়ার কাজ করেন। এই কাজ করতে গিয়ে কঠিন এক পথ পাড়ি দিয়েছেন বাঁ হাতি ব্যাটার।

সালমানের সঙ্গে জুটি ভাঙার পর দলের শেষ ১৮৩ রানের মধ্যে একশোর বেশি রান করেছেন শাকিল। এর মধ্যে নবম উইকেটে নাসিম শাহকে নিয়ে ২৪৩ বলে ৯৪ রানের জুটি গড়েন শাকিল। জুটিতে মাত্র ৬ রানের অবদান রেখেছেন নাসিম। তবে এই পেসার ৭৮ বল না খেললে হয়তো শাকিলের ডাবল সেঞ্চুরি করা হতো না। স্পিনার ধনঞ্জয়া ডি সিলভার বলে চার মেরে দ্বিশতক পূর্ণ করেন তিনি। তাঁর ৩৬১ বলে অপরাজিত ২০৮ রানের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও চার ছিল ১৯ টি। শ্রীলঙ্কার হয়ে ১৩৬ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলার অফ স্পিনার রমেশ মেন্ডিস।

শাকিলের আগে শ্রীলঙ্কার মাটিতে ডাবল সেঞ্চুরি করার সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ হাফিজ ও ইউনিস খান। তবে দুজনের কেউই করতে পারেননি। ইউনিস ১৭৭ রানে আটকে গেলেও দ্বিশতকের খুব কাছে গিয়েছিলেন হাফিজ। কিন্তু শেষ পর্যন্ত ১৯৬ রানে আউট হওয়ায় দ্বীপরাষ্ট্রটিতে প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করা হয়নি তাঁর। শাকিল দুজনের সেই আক্ষেপ এবার দূর করলেন পাকিস্তানি ব্যাটারদের মধ্যে বিরল এক রেকর্ড করে।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ