হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান সফর নিয়ে বিসিবিকে কড়া নির্দেশ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

পাকিস্তান সিরিজ সামনে রেখে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এখন দুবাইয়ে। সফরটি মূলত জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সরাসরি আলোচনা এবং পাকিস্তান সিরিজে যাওয়ার বিষয়টি চূড়ান্ত করতেই।

এদিকে পাকিস্তান সিরিজ নিয়ে সরকারের পক্ষ থেকে বিসিবি সবুজ সংকেত পেয়েছে আগেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আজ দুপুরে আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব সংবাদমাধ্যমকে বলেন, ‘পাকিস্তান সিরিজের ব্যাপারে বিসিবি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে মতামত জানতে চেয়েছিল। এনএসসি পাকিস্তান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ইতিবাচক মতামত পেয়েছে। ফলে সিরিজ আয়োজনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আপত্তি নেই।’

ভারত-পাকিস্তান টানা কয়েক দিন পাল্টাপাল্টি হামলার পর ১০ মে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তারা। তবে সেই আতঙ্ক এখনো তো অনেকের কাটেনি। একারণে বিদেশি ক্রিকেটারদের অনেকে আইপিএল-পিএসএল খেলতে আর ফিরতে চাচ্ছেন না। আসিফ মাহমুদ বাংলাদেশ-পাকিস্তান সিরিজে নিরাপত্তার ব্যাপারে জোর দিয়েছেন। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তার দিক বিবেচনায় বিসিবিকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা পরামর্শ দিয়েছি, রাওয়ালপিন্ডি কিংবা সীমান্তঘেঁষা স্টেডিয়ামে ম্যাচ না খেলতে। এখন বিসিবি ও পাকিস্তান বোর্ড মিলে পরবর্তী পরিকল্পনা নেবে, যাতে সিরিজটা সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে শেষ করা যায়।’

এদিকে বিসিবির একটি সূত্র জানায়, দুবাইয়ে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সিরিজ নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন বোর্ড সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান। সেখানে খেলোয়াড়দের পক্ষ থেকে প্রস্তাব এসেছে পাঁচ ম্যাচের পরিবর্তে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ আয়োজনের। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি ও পিসিবি সভাপতির মধ্যকার আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এছাড়া আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে আরেকটি অতিরিক্ত টি–টোয়েন্টি ম্যাচ আয়োজনের প্রস্তাবও রয়েছে আলোচনায়।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার