ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মেগা নিলামের প্রথম দিনে স্বাভাবিক ভাবেই দাপট ছিল ভারতীয়দের। যে ৯ ক্রিকেটার ১০ কোটি রুপি ছাড়িয়েছে তাদের ছয়জনই ভারতীয়। সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ৩ ক্রিকেটারও ভারতীয়।
প্রথম দিনের মেগা নিলামে সবচেয়ে বেশি রুপিতে ইশান কিষাণকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। কিষাণকে দলে পেতে মুম্বাই গুনেছে ১৫ কোটি ২৫ লাখ রুপি। সর্বোচ্চ মূল্য তালিকায় এরপরেই আছেন দিপক চাহার। ১৪ কোটি রোপিতে চাহারকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আর শ্রেয়াস আয়ারকে কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপিতে।
বাকিদের মধ্যে শার্দুল ঠাকুরকে ১০.৭৫ কোটি রুপিতে দিল্লি, হার্ষাল প্যাটেল ১০.৭৫ কোটিতে বেঙ্গালুরু ও প্রসিধ কৃষ্ণা ১০ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান। বিদেশিদের মধ্যে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ১০.৭৫ কোটি রুপিতে বেঙ্গালুরু, নিকোলাস পুরানকে ১০.৭৫ কোটিতে হায়দরাবাদ ও লকি ফার্গুসনকে ১০ কোটি রুপিতে দলে নিয়েছে গুজরাট। দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বেবি এবি খ্যাত ডেভাল্ড ব্রেভিসও। ৩ কোটি রুপিতে তাঁকে দলে ভিড়িয়েছে মুম্বাই।
প্রথম দিনের নিলামে বিদেশি স্পিনারদের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। স্পিনারদের মধ্যে দল পাননি ইমরান তাহির, আদিল রশিদ, মুজিব উর রহমান, অ্যাডাম জাম্পা। দল পাননি স্টিভেন স্মিথ, সুরেশ রায়ানারাও।