হোম > খেলা > ক্রিকেট

তামিমের ব্যর্থতার দিনেও দলের সহজ জয়, আবাহনী জয় ১৭১ রানের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৪ বিপিএলে অধিনায়ক হয়ে তামিম ইকবাল শিরোপা জিতিয়েছেন ফরচুন বরিশালকে। শিরোপা জয়ের ১০ দিনের মাথায় এবার তামিম খেলছেন ৫০ ওভারের ডিপিএল। তাঁর কাঁধে এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্বভার। অধিনায়ক তামিম ভালো না করলেও টুর্নামেন্টের প্রথম দিনেই হেসেখেলে জিতেছে দলটি। 

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তামিমের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ২৬ বলে ৩ চারে ১৭ রান করেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১৯৬ রানে অলআউট হয়েছে প্রাইম ব্যাংক। এই অল্প পুজি নিয়েই ৭১ রানের জয় পেয়েছেন তামিমরা। অন্যদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পারটেক্সকে ১৭১ রানে হারিয়েছে আবাহনী। বিকেএসপির তিন নম্বর মাঠে দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামাল জিতেছে ৬ উইকেটে। 

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের স্কোর ২০০ ছুঁই ছুঁই হওয়াতে অবদান দলটির লেজের দিকে ব্যাটিংয়ের। দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে নাজমুল ইসলাম অপু করেন ৫৩ বলে ৪০ রান। শেষ উইকেটে রুবেল হোসেনের সঙ্গে ৬৯ রানের জুটি গড়তে অবদান রাখে। 

১৯৭ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় শাইনপুকুর। ইনিংসের তৃতীয় বলে দলটির ওপেনার খালিদ হাসানকে বোল্ড করেন হাসান মাহমুদ। প্রথমেই উইকেট হারানোর ধাক্কা শাইনপুকুর খেয়েছে বারবার। একটা পর্যায়ে দলটির স্কোর হয়ে যায় ৩১.৪ ওভারে ৯ উইকেটে ৯২ রান। শেষ পর্যন্ত ৪১.৫ ওভারে ১২৫ রানে অলআউট হয়েছে। প্রাইম ব্যাংকের ৭১ রানের জয়ে দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ। ১০ ওভারে ১৫ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরা হয়েছেন অপু। ব্যাটিংয়ে ৪০ রানের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ১০ ওভারে খরচ করেন ৩১ রান।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ