হোম > খেলা > ক্রিকেট

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

ক্রীড়া ডেস্ক    

প্লে-অফ রংপুর। ছবি: সৌজন্য

লিগ পর্বে তাদের আরও ম্যাচ আছে চারটি। টানা ৮ ম্যাচে দাপুটে জয়। উড়তে উড়তে যেন চলতি বিপিএলের প্লে-অফ নিশ্চিত করল এখন পর্যন্ত অপরাজিত থাকা রংপুর। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসকে ৩৩ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। এতে আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে রংপুর। বাকি আছে আরও চার ম্যাচ। সেই চার ম্যাচের সবগুলো হারলেও সমস্যা নেই তাদের।

বিপিএলের একাদশ সংস্করণে খেলছে সাতটি দল। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা ঢাকা ক্যাপিটাল আট ম্যাচে অর্জন করেছে ২ পয়েন্ট। পরের চার ম্যাচে জিতলেও তাদের পয়েন্ট হবে ১০। টেবিলের ছয় নম্বরে থাকা সিলেট স্ট্রাইকার্সের সাত ম্যাচে ৪ পয়েন্ট। শেষ পাঁচ ম্যাচে জিতলে তাদের হবে ১৪ পয়েন্ট। রংপুরকে ছাড়িয়ে যেতে পারছে না তারা। বাকি টেবিলের ওপরের দিকে থাকা পাঁচ দলের মধ্য থেকে চার দল খেলবে প্লে-অফ।

ছয় ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে খুলনা টাইগার্স। পরের ছয় ম্যাচে জিতলে তাদের হবে ১৬ পয়েন্ট। সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুর্বার রাজশাহী আছে ৪ নম্বরে। তারাও যদি নিজেদের শেষ পাঁচ ম্যাচ জেতে, তাহলে ১৬ পয়েন্ট হবে। কিন্তু খুলনা ও রাজশাহীর মধ্যে কাল নিশ্চিত ২ পয়েন্ট হারাবে কোনো দল। চট্টগ্রামে কাল মুখোমুখি হচ্ছে খুলনা-রাজশাহী। যে দল হারবে টুর্নামেন্টে তারা পরের সব ম্যাচ জিতলেও হবে কেবল ১৪ পয়েন্ট। অর্থাৎ রংপুরের ১৬ পয়েন্টকে ছাড়িয়ে যেতে পারবে না। চার দলের মধ্যে থেকেই যাবে রংপুর।

উড়তে থাকা রংপুরকে থামাবে কে। দুই ও তিন নম্বরে থাকা ফরচুন বরিশাল ও চিটাগং কিংস ছয় ম্যাচে অর্জন করেছে ৮ পয়েন্ট করে। রংপুরের অর্ধেক। রংপুরের চেয়ে দুই ম্যাচ কম খেললেও এরই মধ্যে দুটি করে ম্যাচে হেরেছে তারা।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত