হোম > খেলা > ক্রিকেট

বাবর-রিজওয়ানকে ‘স্বার্থপর’ বললেন শাহিন

করাচিতে কাল ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে এই জুটিকে একটু ভিন্ন স্বরে অভিনন্দন জানিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। মজা করে পাকিস্তানের দুই ওপেনারকে ‘স্বার্থপর’ বলেছেন তিনি। 

টুইটারে শাহিন লিখেছেন, ‘আমার মনে হয়, অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছেঁটে ফেলার সময় এসেছে। এত স্বার্থপর! ঠিকমতো খেললে ১৫ ওভারের মধ্যে খেলা শেষ হওয়ার কথা। শেষ ওভার পর্যন্ত লাগল। চলুন আন্দোলন করি, নাকি! এমন পাকিস্তান দলকে নিয়ে সত্যিই গর্বিত।’ 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ান ওপেনিংয়ে ২০৩ রানের জুটি গড়ে তিন বল হাতে রেখে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল জয় এনে দিয়েছেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ উইকেটের জয়ে সর্বোচ্চ রানের তাড়া। এমনকি রান তাড়ায় বাবর-রিজওয়ান জুটি নিজেদেরই রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন। ২০২১ সালে তাঁরা সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে ১৯৭ রানের জুটি গড়েছিলেন। 

এই জুটি সম্পর্কে শহীদ আফ্রিদির টুইট, ‘কী সুন্দরভাবে খেলাটা শেষ করল! বাবর-রিজওয়ানসহ পুরো পাকিস্তানের জন্য স্মরণীয় রান তাড়া এটা। তোমাদের মতো সেরাদের কেউ থামিয়ে রাখতে পারবে না।’ 

এই ম্যাচে সেঞ্চুরি করা ইনিংসে বাবর দুটি অনন্য রেকর্ডও গড়েছেন। প্রথম পাকিস্তানি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটো সেঞ্চুরির মালিক হলেন তিনি। আর তৃতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন পাকিস্তানি ব্যাটার। 

পাকিস্তানি অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে মাইকেল ভনের টুইট, ‘বাবর আজমের খেলা দেখতে সত্যিই ভালো লাগে।’

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান

‘ক্রিকেট অঙ্গনে সব সময় থাকে জুয়া, ক্রিকেট থেকে আড়ালে চলে যেতে চাই’

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা