হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন, ফিরলেন শান্ত-হৃদয়

ক্রীড়া ডেস্ক    

লিটন দাস অধিনায়ক। ছবি: ক্রিকইনফো

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরা সফরে আসন্ন দুটি টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। আসন্ন পাকিস্তান-আমিরাত সিরিজে লিটনের সহ অধিনায়ক হিসেবে কাজ করবেন শেখ মেহেদী হাসান।

২০২৪-এর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে লিটন নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলকে। ২০ ওভারের ক্রিকেটে লম্বা মেয়াদেই অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। লিটনকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করেছে বিসিবি। বিষয়টি আজ মিরপুরে সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

আমিরাত-পাকিস্তান সফর দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। সবশেষ তাঁরা বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে। শান্ত অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত ছিলেন না। সবশেষ বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের নিয়মিত একাদশেই জায়গা পাননি শান্ত।

টপ অর্ডারে থাকছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনের মতো বাঁহাতিরা। লিটনের সঙ্গে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে থাকবেন জাকের আলী অনিক। শেষের দিকে ঝড় তুলতে জাকেরের সঙ্গে থাকছেন শামীম হোসেন পাটোয়ারী। পেস বোলিং লাইনআপে আছেন নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান-আরব আমিরাত সিরিজে স্পিন বোলিং আক্রমণে সহ অধিনায়ক শেখ মেহেদীর সঙ্গে থাকছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। রিশাদের লেগস্পিনের সঙ্গে তাঁর ব্যাটিং কার্যকরী হয়ে উঠতে পারে। শেখ মেহেদীও ব্যাটিংয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।

পাকিস্তান-আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল

লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মোস্তাফিজু্র রহমান, শেখ মেহেদী হাসান (সহ অধিনায়ক), নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের