হোম > খেলা > ক্রিকেট

তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ ফুটবল বিশ্বকাপ

প্রথমবারের মতো মরুর দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়েছে গত বছর। ২০২৬ বিশ্বকাপ হবে মার্কিন মুলুকের তিন দেশে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। প্রথমবারের মতো তিন দেশে হবে পরের বিশ্বকাপ। বাড়ছে দলও। ৩২ দলের পরিবর্তে ৪৮ দল নিয়ে হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। 

ইতিমধ্যে পরের বিশ্বকাপ কোথায় হবে সেটিও জানিয়ে দিয়েছে ফিফা। ২০৩০ বিশ্বকাপে বড় রকমের পরিবর্তন আনা হচ্ছে। প্রথমবারের মতো তিন মহাদেশের ৬টি দেশে হবে বিশ্বকাপ। গতকাল নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সিদ্ধান্তটি চূড়ান্ত হবে পরের বছর ফিফা কংগ্রেসে। শত বছরে পা দেওয়া বিশ্বকাপ আয়োজনের আগ্রহ জানিয়েছিল অনেক দেশ। তবে ফিফা জানিয়েছে, ইউরোপের স্পেন, পর্তুগাল এবং আফ্রিকার দেশ মরক্কো মিলে আয়োজন করবে এ বিশ্বকাপ। তবে প্রথম তিনটি ম্যাচ আয়োজন করবে দক্ষিণ আমেরিকার তিন দেশ—উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। ১৯৩০ সালে উরুগুয়েতে হয়েছিল বিশ্বকাপের প্রথম আসর। 

ফিফা আরও জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে বিবেচনা রাখা হয়েছে এশিয়া ও ওশেনিয়া মহাদেশের দেশগুলোকে। তিন মহাদেশে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রসঙ্গে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘২০৩০ সালে, আমরা অনন্য এক বৈশ্বিক পদচিহ্ন রাখতে যাচ্ছি। তিন মহাদেশ—আফ্রিকা, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ছয় দেশ—আর্জেন্টিনা, মরক্কো, প্যারাগুয়ে, পর্তুগাল, স্পেন ও উরুগুয়ে একসঙ্গে বিশ্বের সুন্দর খেলাটি উদ্‌যাপনে একত্রে স্বাগত জানাবে।’

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’