সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যেন এক কাঠি সরেস কলকাতা পুলিশ। প্রায়ই ক্রিকেটের নানা ঘটনাকে উপজীব্য করে নাগরিকদের সচেতন করে। এবার তেমনি চট্টগ্রাম টেস্টের এক ঘটনাকে কাজে লাগিয়ে ফেসবুক সুরক্ষায় সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে তারা।
কলকাতা পুলিশের উদ্দেশ্য সচেতনতা তৈরি হলেও বাংলাদেশের ক্রিকেটে সেটি কিছুটা ব্যঙ্গাত্মক। বাংলাদেশের ফিল্ডারদের মাখন মাখানো হাতের চিত্র সামনে এনেছে কলকাতা পুলিশ। স্লিপে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের ঘটনা বাংলাদেশ-শ্রীলঙ্কার চলমান চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের।
দ্বিতীয় সেশনের সময় ১২১তম ওভারে খালেদ আহমেদের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন প্রবাত জয়াসুরিয়া। প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাত ফসকে দ্বিতীয় স্লিপে থাকা শাহাদাত হোসেন দিপুর কাছে যায়। হেলমেট পরে ফিল্ডিং করা দিপুও ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। জয়াসুরিয়ার ক্যাচ ধরার শেষ সুযোগ পান জাকির হাসান। কিন্তু তিনিও ক্যাচটি মিস করে বসেন। শেষ দুই ফিল্ডারই আবার হেলমেট পরে ফিল্ডিং করছিলেন স্লিপে। ক্রিকেট মাঠের অন্যতম কঠিন জায়গা হলেও সাধারণত হেলমেট পড়ে ফিল্ডিং করতে দেখা যায় না স্লিপে। তাঁরা দুজন হেলমেট পরে ফিল্ডিং বিষয়টি আরও হাস্যকর করে তোলেন। ক্যাচ ফসকানোর ঘটনা নিয়ে ব্যাপক ট্রল হয়েছে ফেসবুকে।