হোম > খেলা > ক্রিকেট

নিশামের তাণ্ডব চেয়ে চেয়ে দেখলেন লিটনরা 

২৭ রান করতেই নেই ৩ উইকেট। চতুর্থ উইকেট পড়ল ৬৬ রানে। সেখান থেকে রংপুর রাইডার্স ৬ উইকেটে ১৮৫ রানের সংগ্রহ পাবে সেটি কে বা কল্পনা করেছিল? জিমি নিশাম হয়তো করেছিলেন। তাঁর তাণ্ডবেই তো এই স্কোর! ৪৯ বলে ৮ চার ও ৭ ছয়ে অপরাজিত ৯৭ রান করেছেন নিউজিল্যান্ড তারকা। 

অবশ্য এমন চোখধাঁধানো ব্যাটিংয়ের পরও আক্ষেপ রয়ে গেল নিশামের। সেঞ্চুরির জন্য মুশফিক হাসানের করা ইনিংসের শেষ ওভারের শেষ বলে তাঁর দরকার ছিল ৩ রান। কিন্তু আগের বলে ছক্কা হাঁকানো নিশাম ফুলটস বলটিতে ব্যাট লাগাতে পারেননি। সন্তুষ্ট থাকতে হয় ১ বাই-রান নিয়ে। 

আজ মিরপুরে বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রংপুরের শুরুটা হয় দুঃস্বপ্নের মতন। অবশ্য ইনিংসের প্রথম দুই বলে দুই চার দিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন ওপেনার রনি তালুকদার। কিন্তু পরের ওভারে থেকে উইকেট উদ্‌যাপনে মাতেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বোলাররা। 

শামীম হোসেন পাটওয়ারিকে দিয়ে শুরু। তানভির ইসলামের দ্বিতীয় বলেই ডাক নিয়ে ফেরেন রংপুর ওপেনার। এরপর পরের ওভারে বিদায় নেন রনি (১৩)। চতুর্থ ওভারে সাবেক কলকাতা নাইট রাইডার্স সতীর্থ আন্দ্রে রাসেল ফেরান সাকিব আল হাসানকে (৫)। সে ধাক্কা সামলানোর চেষ্টা করা শেখ মেহেদি হাসানকে (২২) ঘূর্ণিতে কাবু করেন আরেক ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইন। কিন্তু এরপর উইকেটের পেছনে দাঁড়িয়ে উল্টো দর্শক হয়ে নিশামের তাণ্ডব দেখতে হয়েছে লিটন দাসদের। কুমিল্লার বোলাররা কোনো সুবিধায় করতে পারেননি কিউই ব্যাটারের সামনে। 

রংপুরকে খাদ থেকে টেনে তোলেন নিশাম। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে দলীয় শতক পেরোয় দলটি। শুরু থেকেই তুফানের গতিতে ব্যাট চালানো কিউই অলরাউন্ডার আরও দানবীয় হয়ে ওঠেন ইনিংসের শেষদিকে। শেষ পাঁচ ওভারে রংপুর নিয়েছে ৬৮ রান। যার মধ্যে শেষ ওভারে ২ চার ও ৩ ছয়ে নেন ২৮ রান। ১৯ তম ওভার শেষে নিশামের রান ছিল ৭১ আর রংপুরের ৬ উইকেটে ১৫৭। কুমিল্লার হয়ে সবচেয়ে খরুচে বোলার মুশফিক। ৪ ওভারে ১ উইকেট নিয়ে দিয়েছেন ৭২ রান। ২ উইকেট নেন রাসেল।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত