হোম > খেলা > ক্রিকেট

সৌম্যর সমস্যা কোথায়

নিজস্ব প্রতিবেদক

আবির্ভাবেই মুগ্ধ করেছেন সৌম্য সরকার। খেলতে পারেন দুর্দান্ত সব শট। তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হিসেবে তাঁকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ। সৌম্যর ক্যারিয়ারটা যেন ‘রোলার কোস্টার’! এই উঠছেন তো পরক্ষণেই নামছেন। দলে এক সিরিজে আসছেন তো পরের সিরিজেই বাদ! সৌম্যর সমস্যাটা কোথায়?

নিউজিল্যান্ড সফরে বাজে খেলায় বাদ পড়েছেন শ্রীলঙ্কা সফর থেকে। সতীর্থরা যখন কলম্বোর নেগোম্বোতে, বাঁহাতি ব্যাটসম্যান কাল একই সময়ে নিজেকে ফিরে পেতে ঘাম ঝরালেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সাকিব আল হাসান যেমন নিজের সমস্যায় ছুটে যান ‘প্রিয় স্যার’ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে, তেমনি সৌম্যও শরণ নিয়েছেন মিজানুর রহমানের। মিরপুরে গত দুদিন সৌম্যকে নিবিড়ভাবে সময় দিলেন মিজান। সৌম্যর ছন্দ হারিয়ে ফেলাটা ভাবাচ্ছে মিজানকেও। কাল বিসিবির এই কোচ বলেছেন, ‘যারা আমাদের হাত ধরে উঠে এসেছে, তাদের আমরা যত্ন করি। তাঁরা ভালো খেললে ভালো লাগে, ছন্দ হারিয়ে ফেললে খারাপ লাগবেই।’

অনূর্ধ্ব–১৭ দল থেকেই সৌম্যকে চেনেন মিজান। বাঁহাতি ওপেনারের সমস্যাটা ধরতে তাঁর সময় লাগেনি। তা সৌম্যর সমস্যাটা কোথায়, এ প্রশ্নে মিজানের ব্যাখ্যা, ‘কিছু টেকনিক্যাল সমস্যা তো হয়েছেই। না হয় সে (সৌম্য) তো রান করতে পারত। ওর ভারসাম্যে সমস্যা হচ্ছে। ওটা নিয়েই কাজ করছি।’

সৌম্যর লড়াই এখন নিজের সঙ্গে। বাঁহাতি ওপেনারের ছন্দে ফেরানোর চ্যালেঞ্জ নিচ্ছেন মিজান, ‘যেহেতু সৌম্যদের হাতেখড়ি আমাদের হাতে, তাঁদের ব্যাপারে কিছু দায়িত্ব আছে। কিছুটা হলেও তাঁদের ফর্মে ফিরিয়ে আনতে পারি, ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে।’

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা