হোম > খেলা > ক্রিকেট

সিলেটের জামাই মঈন এখন সপরিবারে সিলেটে 

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে সিলেটে এসেছেন মঈন আলী। জন্মসূত্রে পাকিস্তানি হলেও বৈবাহিক সূত্রে তিনি বাংলাদেশের জামাই। তাঁর শ্বশুরবাড়ি সিলেটের পীর মহল্লায়। প্রথমবার স্ত্রী ফিরোজা হোসেনকে নিয়ে সিলেটে এসেছেন মঈন। যদিও করোনার বাধ্যবাধকতায় সিলেট ঘুরে দেখতে না পারায় আক্ষেপ করেছেন এই ইংলিশ অলরাউন্ডার। 

২০০৫ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে প্রথম বাংলাদেশে এসেছিলেন মঈন। এরপর ২০১৩ সালে বিপিএল খেলে যান। ৯ বছর পর আবার বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন তিনি। এবার পরিবারসহ সিলেটে এসে আপ্লুত এই ইংলিশ অলরাউন্ডার। পাকিস্তানে জন্ম নেওয়া মঈন ইংল্যান্ড জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। ইংল্যান্ডের পর বাংলাদেশ ও পাকিস্তানকে নিজের বাড়ি মনে করেন জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশও বাড়ি, পাকিস্তানও বাড়ি, ইংল্যান্ডও বাড়ি। আমার কাছে সব একই রকম মনে হয়। আমার শ্বশুরবাড়ির সবাই এখানের। তাঁদের সবার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে।’ 

মঈন আরও বলেন, ‘আমি প্রথমবার সিলেটে এলাম। তারা (শ্বশুরবাড়ির লোক) সব সময় আমাকে বলে, সিলেটে চলো, সিলেটে চলো। কিন্তু সময় বের করতে পারি না। এবার সিলেটে এসে ভালো লাগছে। এটি দুঃখজনক যে (জৈব সুরক্ষাবলয়) বাইরে কোথাও যেতে পারব না। তবে এখানে এসে খুব আনন্দিত আমি। আমার পরিবার এখানের। সিলেটে এসে তাই আমি অনেক খুশি।’ 

ইংল্যান্ডে থাকা হলেও স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির সূত্রে সিলেটি শব্দ জানা আছে মঈনের। তবে কুমিল্লা ভিক্টোরিয়ানসে যোগ দেওয়ার পর থেকে সিলেটি শব্দ আরও বেশি শেখার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেছেন, ‘আমি কিছু সিলেটি শব্দ জানি। সত্যি বলতে, আরও বেশি শিখতে পারলে ভালো হতো। আমি আরও শেখার চেষ্টা করব, যেহেতু এখানে এসেছি। হোটেলে ছেলেরা আমার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলে। তাই আমাকে আরও সিলেটি শব্দ শিখতে হবে।’

আরও পড়ুন:

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল