হোম > খেলা > ক্রিকেট

শত রানের জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন ইবাদত 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০-তে এগিয়ে বাংলাদেশ। চেমসফোর্ডে আজ তৃতীয় ওয়ানডে আয়ারল্যান্ডের কাছে সিরিজে সমতায় ফেরার ম্যাচ। পল স্টার্লিং-অ্যান্ড্রু বলবির্নির ব্যাটিংয়ে বেশ দারুণ এগোচ্ছিল আইরিশরা। এবার সেই জুটি ভেঙে দিলেন ইবাদত হোসেন চৌধুরী।

২৭৫ রানের লক্ষ্যে নেমে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি অবশ্য বেশিক্ষণ টেকেনি। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে স্টিফেন ডোহেনিকে ফেরান মোস্তাফিজুর রহমান। ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে লিটন দাসের ক্যাচে পরিণত হয়েছেন ডোহেনি। ১৬ বলে ৪ রান করেছেন আইরিশ এই ওপেনার। আয়ারল্যান্ডের স্কোর তখন ১ উইকেটে ১৭ রান। এরপর উইকেটে আসেন বলবির্নি। বলবির্নির সঙ্গে দ্বিতীয় উইকেটে ১২৫ বলে ১০৯ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটার। ফিফটি করেছেন দুজনেই। আর ২৭তম ওভারের প্রথম বলে ৫৩ রান করা বলবির্নিকে ফিরিয়ে জুটি ভাঙেন ইবাদত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ২ উইকেটে ১২৮ রান করেছে আইরিশরা। স্টার্লিং অপরাজিত আছেন ৫৬ রানে আর টেক্টর ১ রানে অপরাজিত আছেন। 

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং পায় বাংলাদেশ। ৪৮.৫ ওভারে ২৭৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ১৩ রানেই হারায় শেষ ৫ উইকেট। সর্বোচ্চ ৬৯ রান করেন তামিম ইকবাল। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মার্ক অ্যাডাইর।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু