হোম > খেলা > ক্রিকেট

আরাভ খান ইস্যুতে সাকিবের পাশে থাকবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

দুবাইয়ে আরাভ খান নামে এক ব্যবসায়ীর জুয়েলারি শপ উদ্বোধনে যাওয়া নিয়ে সাকিব আল হাসানকে ঘিরে বেশ আলোচনা হচ্ছে। গত কদিন এ নিয়ে বেশ তর্ক-বিতর্ক চলছে। বিতর্কের মাঝে আজ প্রথমবার বিসিবির কোনো কর্মকর্তা এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বললেন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, 'অবশ্যই (বিতর্কিত ইস্যুতে সাকিবের পাশে থাকা নিয়ে)। কারণ, সাকিব শুধু আমাদের বিসিবির সম্পদ না, দেশের সম্পদ। তার দেখভাল করা আমাদের দায়িত্ব।' সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের ফাঁকে জালাল ইউনুস এ কথা বলেছেন।

সাকিবের দুবাইয়ে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বিসিবি জানত না বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, 'আমরা জানতাম না। আমার ক্রিকেট অপারেশন্স জানে না ব্যাপারটা। গ্যাপের (ইংল্যান্ড সিরিজ) মাঝখানে একটা ছুটি ছিল। দুটা সিরিজের মাঝখানে একটা ছুটির মতো ছিল, সেটা সে নিয়েছে। আমরা জানতাম, ১৭ তারিখ দলের সঙ্গে যোগ করবে। কোথায় গেছে কী করেছে, বা কার সঙ্গে কী ছিল, বাণিজ্যিক ইনভলমেন্ট ছিল কি না, এটা আমরা পরে জানতে পেরেছি।'

বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়ে জালাল ইউনুস আরও বলেছেন, 'এখানে ক্রিকেট অপারেশন্স থেকে আমরা দেখবো, কেন্দ্রিয় চুক্তিতে কী আছে তার। সেটা ভাঙা হয়েছে কি না। বাণিজ্যিক চুক্তি বোর্ডের সঙ্গে সাংঘষিক করে কি না। যদি তেমন কিছু থাকে ডিসিপ্লিনারি কমিটিতে আমরা রেফার করতে পারি। এজন্য বললাম কোনো কিছু না জেনে, সবার থেকে জিজ্ঞেস না করে, ব্যাপারটা পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।'

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের