হোম > খেলা > ক্রিকেট

৫ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন সোহান

ক্রীড়া ডেস্ক    

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: বিসিবি

প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে ৮ ও ৯ উইকেটে। কতটা দাপুটে ছিল, সেটা বোঝা যাবে তাদের রানরেট দেখলে। ১০.২২ ও ৭.৮৯ রানরেটে প্রথম দুই টি-টোয়েন্টি জিতেছে লিটনের দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ নামছে ডাচদের ধবলধোলাইয়ের লক্ষ্য নিয়ে।

আগেই সিরিজ নিশ্চিত হওয়া বাংলাদেশ আজ একাদশে এনেছে পাঁচ পরিবর্তন। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন এবং শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ বাদ পড়েছেন। তৃতীয় টি-টোয়েন্টির একাদশে এসেছেন নুরুল হাসান, রিশাদ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম। পেস বোলিং লাইনআপে শরীফুল-তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তানজিম সাকিবের ব্যাটিংটাও কার্যকরী হয়ে উঠতে পারে। সোহান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ২ বছর পর। ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের জার্সিতে সবশেষ খেলেছিলেন তিনি।

নেদারল্যান্ডস আজ তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের একাদশে স্বীকৃত স্পিনার হিসেবে থাকছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও লেগস্পিনার রিশাদ হোসেন। পাশাপাশি দুই খণ্ডকালীন স্পিনার সাইফ হাসান ও শামীম থাকছেন। রিশাদের ঝোড়ো ব্যাটিংও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। ব্যাটিং লাইনআপে অধিনায়ক লিটনের সঙ্গে সোহান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, সাইফ, শামীম আছেন। অন্যদিকে নেদারল্যান্ডস তাদের একাদশে এনেছে এক পরিবর্তন। সিকান্দার জুলফিকারের পরিবর্তে আজ একাদশে এসেছেন টিম প্রিঙ্গল।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম

নেদারল্যান্ডস একাদশ

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, নোয়া ক্রোজ, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, সারিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল