হোম > খেলা > ক্রিকেট

মামলা-আইনি নোটিশের কোনো মানেই দেখেন না পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমালোচনা নিয়ে সংবাদ করায় কদিন আগে সাংবাদিকদের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। সমালোচনা থেকে বাদ যায় না দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় বোর্ড বিসিবিও।

এমন কিছুর বিপরীতে মামলা করার ইচ্ছে আছে কি না, এক প্রশ্নে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘মামলা করা বা লিগ্যাল নোটিশ দেওয়া এগুলোর তো প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেটের একটা বড় অংশীদার হচ্ছে মিডিয়া। এটা সব সময় বলে এসেছি। বাংলাদেশে ক্রিকেটের আজকে যে অবস্থান, এটার পেছনে মিডিয়ার বড় অবদান আছে। এ জন্য এ রকম কোনো চিন্তার প্রশ্নই আসে না।’

এক দশকের বেশি সময় ধরে বিসিবির দায়িত্বে আছেন পাপন। নানা সময়ে তাঁর বোর্ড ও তাঁকে নিয়ে সমালোচনা নিয়ে পাপন বলছেন, ‘আমি একটা কথা বলি। আমাকে নিয়ে যত আলোচনা হয়, খারাপই বেশি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। আমি কখনো প্রতিক্রিয়া দেখাই না। একটা জিনিস মনে করি, আমার একটা পরিকল্পনা থাকতে হবে, সেই অনুযায়ী এগোতে হবে। এটা অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না। এটা যে একেবারে সব সময় ঠিক হবে, এমনও কোনো কথা নেই। আমার ভুলও হতে পারে।’

তবে এসব ক্ষেত্রে ভুল হলে নিজেকে সংশোধনের চেষ্টা করেন জানিয়ে পাপন আরও যোগ করেন, ‘এসব শুনলে একটা জিনিস হয় যে আমাদের একটা সতর্কতা আসে। কে কী বলছে, এটা দেখি। যদি দেখি যে না এটা ঠিক না, তাহলে মাথা ঘামানোর কোনো কারণই দেখি না। আর যদি ঠিক হয়, তাহলে আমাদের সংশোধনের একটা সুযোগ আছে। অনেক কিছু আছে আমাদের ভালো না লাগতে পারে, কিন্তু সবই যে একেবারে খুব খারাপ কিছু বলছে; তা না। কিছু জিনিস আমাদের সংশোধনে সাহায্য করে। এগুলো নিয়ে চিন্তা করার প্রশ্নই আসে না।’

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ