হোম > খেলা > ক্রিকেট

তাসকিন-শরীফুলদের সামলিয়ে এগোচ্ছে শ্রীলঙ্কা

সিলেটে টস জিতে বাংলাদেশে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা সঠিক বলে প্রমাণ করেছিলেন শরীফুল ইসলাম। ইনিংসের প্রথম বলেই ৪ দিলেও ফিরতি বলেই ঘুরে দাঁড়িয়ে। দ্বিতীয় বলে আভিষ্কা ফার্নান্দোকে লিটন দাসের ক্যাচ বানিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন তিনি।

উইকেট নেওয়ার পর টাইমড আউটের উদ্‌যাপনও করেন শরীফুল। যেন মনে করে দিলেন সংবাদ সম্মেলনে যতই বলা হোক সেসব ভুলে গিয়েছেন সবাই। তবে মাঠে নামলে ঠিকই তার রেশ রয়ে যায়।

দ্বিতীয় উইকেটে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন দুই মেন্ডিস, কুশল ও কামিন্দু। তাঁদের জুটিকে অবশ্য ৩৩ রানের বেশি করতে দেননি তাসকিন আহমেদ। ১৯ রানে সৌম্যের হাতে কামিন্দুকে ক্যাচ দিতে বাধ্য করেন তাসকিন। কামিন্দুকে নিয়ে না পারলেও সাদিরা সামারাবিক্রমাকে সঙ্গী করে শ্রীলঙ্কার হাল ধরেছেন কুশল। প্রতিবেদন লেখা পর্যন্ত ইনিংসের অর্ধেক ওভার শেষে তাঁদের ৪২ রানের জুটিতে সফরকারীদের রান ২ উইকেটে ৭৯। ২২ রানে অপরাজিত আছেন সাদিরা। অন্যদিকে ৩২ রানে ক্রিজে আছেন ওপেনিংয়ে নামা কুশল।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ টি-টোয়েন্টিতে ‘অভিষেক’ হয়েছে জাকের আলী অনিকের। সর্বশেষ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলায় অবশ্য তাঁর অভিষেক আগেই হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ানসে হয়ে সর্বশেষ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। ১৪ ম্যাচে ১৪১.১৩ স্ট্রাইকরেটে ১৯৯ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

জাকেরের অভিষেকের দিন দেড় বছর পর সংক্ষিপ্ত সংস্করণের দলে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বশেষ ২০২২ সালের ১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষেই দুবাইয়ে খেলেছিলেন তিনি। এবারের বিপিএলে ১৫ ম্যাচে ১৩৪.৬৫ গড়ে ২৩৭ রান করেছেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আইসিসিতে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সভা শুরু

বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের আবেদন খারিজ করলেন ভারতীয় আদালত