হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার অর্ধেক রানও করতে পারেনি জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক    

বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ৩২৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনো টেস্ট জয়ের রেকর্ড ছিল না জিম্বাবুয়ের। প্রোটিয়াদের সেই ঐতিহ্যে এবারও ছেদ ধরানো গেল না। তেম্বা বাভুমা, এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিদের ছাড়াও জিম্বাবুয়েকে হারাতে কোনো সমস্যা হয়নি তাদের। বুলাওয়ে টেস্টে স্বাগতিকদের ৩২৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

৫৩৭ রানের লক্ষ্য নিয়ে তাড়ায় নেমে দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে থেমে যায় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। করবিন বোশের দুর্দান্ত বোলিংয়ের সামনে সেভাবে থিতু হতে পারেননি দলটির ব্যাটাররা। সর্বোচ্চ ৫৭ রান এসেছে লেজের ব্যাটার ওয়েলিংটন মাসাকাদজার কাছ থেকে। ৪৯ রানে ফেরেন ক্রেইগ এরভিন। ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে ব্লেসিং মুজারাবানি ৩২ রানে অপেরাজি থাকেন।

নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন বোশ। অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট শিকার করেছেন কোডি ইউসুফ। দুই ইনিংস মিলিয়ে এই পেসার নিয়েছেন ৬ উইকেট।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসেই ১৬৭ রানের লিড নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই লিড তাদের দ্বিতীয় ইনিংস শেষে গিয়ে দাঁড়ায় ৫৩৬ রানে। জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৫৩৭ রানের। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড হলো ৪১৮। অলৌকিক কিছু না ঘটলে দক্ষিণ আফ্রিকা জন্য অপেক্ষা করছিল জয়। জিম্বাবুয়ে অসাধারণ কিছু তো দূরে থাক, লক্ষ্যের অর্ধেক রানও তুলতে পারেনি। একই মাঠে আগামী সোমবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ