হোম > খেলা > ক্রিকেট

নির্বাচনে ফিরতে চায় বিএনপিপন্থী ক্লাব সংগঠকদের একাংশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিসিবি। ফাইলছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে জটিলতা কমাতে তিনটি প্রস্তাব নিয়ে ক্রীড়া উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নিয়েছেন বিএনপিপন্থী ক্লাব সংগঠকদের একাংশ।

গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেওয়া তামিম ইকবালের প্যানেলের দুই প্রার্থী আজ বিকেলে বিসিবি ভবনে গিয়ে এই প্রস্তাব দেন। তাঁরা হলেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু এবং বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

তাঁদের প্রস্তাব— বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আরও কিছুদিন বাড়ানো, প্রয়োজনে অ্যাডহক কমিটি গঠন এবং নির্বাচন পিছিয়ে নতুন সূচি নির্ধারণ। সংবাদমাধ্যমে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘নির্বাচন ঘিরে ছোট-বড় নানা জটিলতা তৈরি হয়েছে। সিডিউল পরিবর্তন, জেলা-বিভাগের কাউন্সিলর বাতিল, ১৫টি ক্লাবের কাউন্সিলর বাদ দেওয়া—এ সব ঘটনা ক্রিকেটের ক্ষতি করবে। আমরা চাই এই সংকটের অবসান হোক, সুন্দর নির্বাচন হোক।’

তাঁর দাবি, ক্লাবগুলো টিকে থাকলেও তাদের কাউন্সিলর বাতিল করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। তাঁর ভাষায় ‘কেউ যদি বলে ক্লাব আছে, লিগে খেলবে কিন্তু কাউন্সিলর থাকবে না— এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই এসব নিয়ে আদালতে রিট হয়েছে।,

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলেও রফিকুল এবার তাঁকেই সমাধানের পথ হিসেবে দেখছেন, ‘উনি এখন শুধু ক্রিকেট নয়, দেশের সব খেলাধুলার অভিভাবক। আমরা উনার কাছেই সমস্যার সমাধান খুঁজি।’

তামিম ইকবাল এই প্রস্তাবনায় আছেন কি না এ প্রশ্নে রফিকুল বলেন, ‘কাউকে বাদ বা যুক্ত করছি না। আমরা সবার পক্ষ থেকেই বলছি। দেশের স্বার্থে সবাই একমত হলে সমাধান আসবে।’

দিনভর বিসিবি ভবনে প্রার্থীদের ভিড় ছিল না, তবে বাইরে ছিল বাড়তি পুলিশি উপস্থিতি। গুঞ্জন ছিল, মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের কেউ মানববন্ধন করতে পারেন; যদিও পরে সেটি হয়নি।

টালমাটাল অবস্থায় দেশের ক্রিকেট

সমাধান হয়েছে বিপিএল-ইস্যুর, শুক্রবার থেকেই খেলা

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা

দেশের ক্রিকেটে ঐক্যের ডাক দিলেন ক্রীড়া উপদেষ্টা

বিপিএল কি তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা