হোম > খেলা > ক্রিকেট

নিউক্যাসলের স্বাধীন উপদেষ্টা পরিষদে বাংলাদেশের মেহযেব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউক্যাসল ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুম শেষ করেছে চতুর্থ স্থানে থেকে। সেই ক্লাবটির স্বাধীন উপদেষ্টা পরিষদের সদস্যপদ পেয়েছেন মেহযেব চৌধুরী। ইংলিশ ক্লাবটির প্রভাবশালী উপদেষ্টা পরিষদে মেহযেব নিয়োগ পাওয়ার বিষয়টির বিশেষ তাৎপর্য আছে ।

মেহযেব চৌধুরী দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী দম্পতির সন্তান । তিনি বর্তমানে যুক্তরাজ্যের নর্থামব্রিয়া ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পদে কর্মরত। তিনি একাধারে লেখক, উদ্ভাবক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা এবং গবেষক। সব কিছু বিবেচনা করে ইংলিশ ক্লাবটির স্বাধীন উপদেষ্টা পরিষদে তাঁকে নিযুক্ত করা হয়েছে। 

চলতি বছরের শুরুতেই মেহযেব ইংল্যান্ডের প্রিমিয়ার গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্ট এবং গভর্নেন্স সংস্থা নর্থাম্বারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বোর্ডের সদস্য পদে নিয়োগ পান। সেখানে কাজ করার অভিজ্ঞতা নিয়েই নিউক্যাসল ইউনাইটেডে যুক্ত হয়েছেন তিনি। তাঁর অভিজ্ঞতা ইংলিশ ক্লাবটির পেশাদার এবং তৃণমূল উভয় পর্যায়েই কাজে আসবে মনে করেন ক্লাব কর্তৃপক্ষ। 

মেহযেব ফুটবলের সঙ্গে বেশ আগে থেকেই সম্পৃক্ত। লেখালেখিতে দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এর আগে ফুটবল বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম গোলডটকম, ইএসপিএন, ব্লিচার রিপোর্ট ও ভাইটাল ফুটবলের হয়ে কাজ করেছেন। 

আগামী তিন মৌসুমের জন্য মেহযেব চৌধুরীকে নিয়োগ দিয়েছে নিউক্যাসল। এ সময়ে তিনি ‘দ্য ম্যাগপাই’দের স্টাফ, ম্যানেজমেন্ট এবং সমর্থকদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোতে কাজ করবেন। 

১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয় নিউক্যাসল। সৌদি আরবের অর্থায়নে আমূল পাল্টে যাওয়া ক্লাবটি আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগেও দেখা যাবে।

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

ঢাকার হারের কারণ জানালেন সাব্বির

রানখরার সিলেটে উজ্জ্বল মোস্তাফিজরা

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী