হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ কবে, জানাল পিসিবি

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের সূচি প্রকাশ হয়েছিল আগেই।কোন কোন ভেন্যুতে ম্যাচগুলো হবে, সেটা জানাই ছিল বাকি। সিরিজের চূড়ান্ত সূচি জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনার সূচি অনুযায়ী  চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের সিরিজের প্রথম টেস্ট।  দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। লাহোরে কোনো টেস্ট হবে না সেটার ইঙ্গিত আগেই দিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। সংবাদ মাধ্যমকে পিসিবি প্রধান জানিয়েছিলেন,তাদের আইকনিক গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কারমূলক কাজ চলায় সেখানে কোনো ম্যাচ রাখা হয়নি। 

বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হচ্ছে পাকিস্তানের ঘরের মাঠের ২০২৪-২৫ মৌসুম। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের তিনটি টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ২০২৫ সালের জানুয়ারিতে করাচি ও মুলতানে। মুলতানে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ওয়ানডে সংস্করণে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। 

বাংলাদেশ-পাকিস্তান এ পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে। এর মধ্যে ১২টি টেস্ট জিতেছে পাকিস্তান, একটি টেস্ট ড্র হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ। চার বছর পর আবারও যাচ্ছে তারা। ২০২১ সালে নিজেদের মাঠে অবশ্য পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলেছিল বাংলাদেশ।

৬৮.৫১ শতাংশ সফলতা নিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সফলতার হার ৬২.৫০ শতাংশ।  পাকিস্তান ও বাংলাদেশ আছে পয়েন্ট তালিকার পাঁচ ও আট নম্বরে।

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান

‘ক্রিকেট অঙ্গনে সব সময় থাকে জুয়া, ক্রিকেট থেকে আড়ালে চলে যেতে চাই’

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা