হোম > খেলা > ক্রিকেট

আইসিসি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের এক নম্বরে থাকা উচিত ছিল

সাম্প্রতিক সময়ে তিন সংস্করণেই দাপটের সঙ্গে খেলছে পাকিস্তান। সবশেষে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে জিতেছে ওয়ানডে সিরিজ। তবু আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুবিধাজনক অবস্থানে নেই তারা। এ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুর রাজ্জাক। রাজ্জাক মনে করেন, আইসিসি র‍্যাঙ্কিংয়ে তার দলের এক নম্বরে থাকা উচিত ছিল। 

আইসিসি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান বর্তমানে টেস্টে ৬ নম্বরে, ওয়ানডেতে ৪ নম্বরে এবং টি-টোয়েন্টিতে তৃতীয় স্থানে আছে। দলের ধারাবাহিক পারফরম্যান্সের পরও নিজেদের অবস্থান ওপরের দিকে না থাকায় আইসিসি র্যাঙ্কিংয়ের প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্জাক। এমনকি কারচুপি হয়েছে বলেও দাবি করেন সাবেক এই অলরাউন্ডার। এক সাক্ষাৎকারে রাজ্জাক বলেন, ‘সত্যি বলতে, পাকিস্তান দলকে এখনই আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা উচিত ছিল। পাকিস্তানি ক্রিকেটার হওয়ার কারণে এটা বলছি না। গত কয়েক বছরের পাকিস্তানের পারফরম্যান্সই এই দলে ঐক্যের পরিচয় দেয়।’ 

আইসিসির র‍্যাঙ্কিং প্রক্রিয়াটাই বোঝেন না উল্লেখ করে রাজ্জাক বলেন, ‘আমি আইসিসির র‍্যাঙ্কিং প্রক্রিয়া বুঝি না। দলটি গত চার-পাঁচ বছরে যেভাবে পারফর্ম করেছে, তাদের এক নম্বরে থাকা উচিত ছিল। আমি আশাবাদী যে দল ভালো পারফরম্যান্স চালিয়ে যাবে এবং বাবরের অধিনায়কত্বে আমরা সব সংস্করণেই এক নম্বর হব। আশা করি আসন্ন আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান দল ভালো পারফর্ম করবে।’ 

রাজ্জাক বাবরের প্রশংসা করেছেন আলাদা করে। পাকিস্তান অধিনায়কে মুগ্ধ হয়ে তিনি বলেন, ‘বাবর পাকিস্তান দলকে সব সংস্করণে এক নম্বরে নিয়ে যাবে। বাবর বর্তমানে আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার। টেস্টে আছে চার নম্বরে।’  

ক্রিকেটার হিসেবে অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’