বিশ্বকাপ শেষে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। সেই সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে ঠিকই। তবে এখনো জানা যায়নি টেস্ট ম্যাচ দুটি কোথায় হবে।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সূচি আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তারিখ, ভেন্যু, সময় সবই উল্লেখ করা হয়েছে। টেস্ট সিরিজের শুধু তারিখ ঘোষণা করা হয়েছে। ২৮ নভেম্বর হবে প্রথম টেস্ট আর ৬ ডিসেম্বর হবে দ্বিতীয় টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট হওয়ার কথা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি। বিসিবি সূত্র জানিয়েছে, টেস্টের সূচি এখনো চূড়ান্ত হয়নি। এখনো সময় আছে, তাই আরেকটু বুঝে ভেন্যুর সিদ্ধান্ত নিতে চায় বিসিবি।
তবে নিউজিল্যান্ডের যে পর্যবেক্ষক দল ঘুরে দেখেছিল সিলেট ভেন্যু, তাঁরা এখানে টেস্ট আয়োজনের ব্যাপারে যথেষ্ট সন্তুষ্ট। যেহেতু এখন সাদা বলের ক্রিকেট নিয়ে ব্যস্ত বাংলাদেশ দল। আর হাতে যথেষ্ট সময়ও আছে, এখনই তাই লাল বলের খেলা নিয়ে খুব একটা ভাবতে চাইছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। দেশের মাঠে যেহেতু টেস্ট, কন্ডিশন-উইকেট নিয়ে একটু ভেবেচিন্তেই সূচি চূড়ান্ত করতে হবে বিসিবিকে।
বাংলাদেশের ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষেই। দুই দল সর্বশেষ টেস্ট খেলেছিল গত বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাঠে। সেবার সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। সেই সফরে মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ ৮ উইকেটের জয় পেয়েছিল। তা টেস্টে কিউইদের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডে প্রথম আন্তর্জাতিক জয় পেয়েছে বাংলাদেশ।