ভারতের বিপক্ষে প্রথম টেস্ট থেকে মিচেল স্টার্কের ছিটকে যাওয়ার গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলা হচ্ছে না স্টার্কের। তবু এই পেসারকে নিয়েই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের ১৮ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
১৮ সদস্যের অস্ট্রেলিয়ার এই দলে অভিষেকের অপেক্ষায় আছেন টড মারফি ও ল্যানস মরিস। প্রথম শ্রেণির ক্রিকেটে এই দুই তরুণ ক্রিকেটার দুর্দান্ত বোলিং করেছেন। মারফি প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট এবং মরিস নিয়েছেন ১৮ ম্যাচে ৫৯ উইকেট। ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, প্যাট কামিন্সদের মতো তারকা ক্রিকেটাররা আছেন বরাবরের মতো। যেখানে কামিন্স হচ্ছেন অধিনায়ক ও স্মিথ হচ্ছেন সহ-অধিনায়ক। পিটার হ্যান্ডসকম্বকে নেওয়া হয়েছে ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে, যদি নিয়মিত কিপার অ্যালেক্স ক্যারে চোটে পড়ে খেলতে না পারেন।
৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট ১৭ ফেব্রুয়ারি শুরু হবে দিল্লিতে। ১ মার্চ ও ৯ মার্চ ধর্মশালা ও আহমেদাবাদে হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট।
ভারত সিরিজে অস্ট্রেলিয়ার টেস্ট দল
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, ট্রাভিস হেড, ম্যাট রেনশ, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যাশটন অ্যাগার, নাথান লায়ন, মিচেল সোয়েপসন, টড মারফি, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড, ল্যানস মরিস।