অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছে যুবারা। ২২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ১১৬ রান পর্যন্ত পৌঁছে গিয়েছিল আফগান যুবারা। জয়ের আশা জাগিয়েও ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধাদের তোপ দাগানো বোলিংয়ে খেই হারায় তারা। ৪৭.৫ ওভারে গুটিয়ে যায় ১৮৩ রানে।
টস জিতে বাংলাদেশ যুবাদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক মাহবুব খান। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২২৮ রান তোলে যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ইনিংসের প্রথম ওভারে ব্যাটিংয়ে নেমে তামিম আউট হন ৪৭ তম ওভারে। মাঝের এই সময়ে খেলেছেন ১০৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসটি।
টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় ৩ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে জাওয়াদ আবরারকে ফেরান আফগান বোলার আবদুল আজিজ। রানের খাতা খুলতে পারেননি আবরার। এরপরই ব্যাটিং করতে নামেন তামিম। ওপেনার কালাম সিদ্দিকীর সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ১৪২ রানের জুটি। ৩৬ তম ওভারের তৃতীয় বলে কালামের উইকেট নিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ গজনফার। ১১০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬৬ রান করেন কালাম।
দ্বিতীয় উইকেটের জুটি ভাঙার পরই ভাঙন ধরা শুরু করে বাংলাদেশের ইনিংসে। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে খেলতে থাকেন তামিম। বাংলাদেশ অধিনায়ক ১৩২ বলে তুলে নেন সেঞ্চুরি। ৪৭ তম ওভারের চতুর্থ বলে নুরিস্তানি ওমরজাইকে ছক্কা মেরে তিন অঙ্ক ছোঁন তামিম। সেঞ্চুরির পরের বলেই ড্রেসিংরুমের পথ ধরেন। ১৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় করেছেন ১০৩ রান।
শেষ ২০ বলে ২৪ রান তুলতে বাংলাদেশ হারায় ৩ উইকেট। আফগানিস্তানের আজিজ, নুরিস্তানি, খাতির স্তানিকজাই ২টি করে উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন গজনফার ও নাসির খান মারুফখিল।
২২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে সাবধানী শুরু করে আফগানিস্তান। তবে ৯ম ওভারেই হারায় প্রথম উইকেট। উজাইরুল্লাহ নিয়াজিকে ৮ রানে ফিরিয়ে মাহবুবের সঙ্গে ২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মৃধা। দ্বিতীয় উইকেটে ফয়সাল খানকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামলানোর চেষ্টা করেন মাহবুব। কিন্তু ১৭ তম ওভারে মাহবুবকে ঘূর্ণি জাদুতে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন রাফিউজ্জামান রাফি। ভাঙে ৪৫ রানের জুটি।
তৃতীয় উইকেটে মারুফখিলকে নিয়ে আফগানিস্তানের জয়ের আশা জাগিয়ে তোলেন ফয়সাল। দুজনে গড়েন ৫০ রানের দারুণ একটি জুটিও। ৩০ম ওভারে আল ফাহাদের বলে ফিরলে ভাঙে জুটি। ৫৮ বলে ৫৮ রান করেন ফয়সাল। তারপর ৩৪ রানে ইমনের শিকার হন মারুফখিল (৩৪)। এরপর বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি। বাংলাদেশের ফাহাদ ও ইমন ৩টি করে এবং ২টি উইকেট নিয়েছেন মৃধা।
বাংলাদেশের ‘বি’ গ্রুপের দিনের আরেক ম্যাচে নেপালকে ৫৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৩৩ রান তোলে লঙ্কানরা। জবাবে ৪৬.২ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে যায় নেপাল।