হোম > খেলা > ক্রিকেট

ঈদের পর বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ছবি: ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের ব্যর্থতার পর ক্রিকেটাররা এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) নিয়ে। মার্চে ডিপিএল নিয়ে ব্যস্ত থাকার পর ঈদের পর এপ্রিলের প্রথম সপ্তাহে জাতীয় দলের ক্রিকেটাররা প্রস্তুতি শুরু করবেন জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলার লক্ষ্যে।

২০২৫ সালে বাংলাদেশের এফটিপি অনুযায়ী ঘরের মাঠে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি আয়োজন করার পরিকল্পনা ছিল বিসিবির। তবে উভয় ক্রিকেট বোর্ডের সমঝোতার ভিত্তিতে সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের বদলে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সূত্র জানায়, জিম্বাবুয়ে বাংলাদেশে আসবে ১৫ এপ্রিল। সিলেটে প্রথম টেস্ট শুরু ২০ এপ্রিল। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু ২৮ এপ্রিল থেকে।

এই টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হবে রোজার ঈদের পর, এপ্রিলের প্রথম সপ্তাহে। জিম্বাবুয়ে সিরিজের পর মে মাসে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে দুটি সাদা বলের সিরিজ খেলতে।

জিম্বাবুয়ে সিরিজ মানেই বাংলাদেশের ক্রিকেটারদের ফর্মে ফেরার সুযোগ। বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই যখন নিজেকে হারিয়ে খোঁজেন, তখন জিম্বাবুয়েকে পেলে তাঁরা জ্বলে ওঠেন। গত বছর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল তখন।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি