হোম > খেলা > ক্রিকেট

রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে কাঁপছে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ আফ্রিকার ৪৫৩ রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকেরা। ডারবান টেস্টের প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় কোনো রান না করেই আউট হয়ে যান। তবে দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন তামিম ইকবাল আর তিনে নামা নাজমুল হোসেন শান্ত। 

লম্বা সময় পর টেস্টে ফেরাটা দারুণভাবে রাঙানোর পথে এগোচ্ছিলেন তামিম। ছন্দও পেয়ে গেছেন ততক্ষণে। তবে বাঁধ সাধেন উইয়ান মুল্ডার। নিজের প্রথম ওভারে তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এ পেসার। ৫৭ বলে ৮ চারে তামিমের ৪৭ রানের ইনিংসটি পূর্ণতা পাওয়ার আগেই শেষ হয়ে যায়। তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি। 

মুল্ডারের পরের ওভারে ৩৩ রানে তামিমের মতোই এলবিডব্লিউ হয়ে ফেরেন শান্ত। যদিও প্রথমে প্রোটিয়াদের এলবিডব্লির আবেদনে সাড়া দেননি আম্পায়ার আলাউদ্দিন পালেকার। রিভিউ নিয়ে সফল হয় স্বাগতিকেরা। পানি পানের বিরতির পর মুল্ডারের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন মুমিনুল হক। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১০০ রান করেছে বাংলাদেশ। উইকেটে আছেন মুশফিকুর রহিম আর লিটন দাস। 

এর আগে দক্ষিণ আফ্রিকাকে ৪৫৩ রানে অলআউট করে বাংলাদেশ। সাকিব আল হাসানের পর প্রথম বাংলাদেশি বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকায় ৫ উইকেট নেন তাইজুল। সব মিলিয়ে ৫০ ওভারে ১৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু