হোম > খেলা > ক্রিকেট

জাতীয় নির্বাচনের চেয়ে বিসিবির নির্বাচন কঠিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আকরাম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হওয়ার পথে রয়েছেন। তবে দেশের অন্য দুই সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজনকে এবারও পড়তে হয়েছে ভোটের লড়াইয়ে। 

রাজধানীর একটি হোটেলে গতকাল কাউন্সিলর ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ‘গেট টুগেদার’ অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই দুর্জয় ও সুজনকে ব্যস্ত দেখা গেছে। 

অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক দুর্জয়। 

নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় আছেন কি না—এমন প্রশ্নের জবাবে দুর্জয় বলেন, ‘নির্বাচনের সময় তো কিছু টেনশন কাজ করেই। নির্বাচনে দাঁড়ালে আসলে ফল না আসা পর্যন্ত তো কিছু বলা যায় না।’ 

দুর্জয়ের জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতাও আছে। তিনি বর্তমানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য। দুই নির্বাচনের মধ্যে বিসিবির ভোটই বেশি কঠিন মনে হয় তাঁর, ‘মনে হয়, যত কম ভোটের নির্বাচন তত বেশি কঠিন। অনুভব করি, আমি যে দুটি নির্বাচন করি একটা প্রায় ৪ লাখ ভোটারের, আরেকটা ১৭ ভোটারের। আমার এটা (বিসিবির নির্বাচন) একটু টাফ মনে হয়।’ 

নিজেকে মূল্যায়নের জন্যই নির্বাচনে আসা বলে জানালেন দুর্জয়, ‘কী কাজ করলাম, মানুষের জন্য কতটা করলাম—সেসব মূল্যায়নের জন্যই নির্বাচন করা।’ 

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ