হোম > খেলা > ক্রিকেট

আজ রাতেই বাংলাদেশে রওনা হবে পাকিস্তান 

ম্যাথু ওয়েডের বিধ্বংসী ব্যাটিংয়ে ফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে পাকিস্তানের। শেষ চার থেকে বিদায়ের পর দুবাইয়ে অবসর কাটানোর সুযোগ পাচ্ছে না দলটি। আজ রাতেই বাংলাদেশের বিমানে চড়বে পাকিস্তান দল। 

গতকাল রাতে অস্ট্রেলিয়ার কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে দলের অধিকাংশ ক্রিকেটারেরাই আজ রাতে বাংলাদেশে রওনা হবেন। শুধু থেকে যাবেন অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। আরব আমিরাতে তিন দিন বিশ্রাম শেষে ১৬ নভেম্বর বাংলাদেশে যাবেন দুই ক্রিকেটার। 

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে থাকা মোহাম্মদ হাফিজ আগেই বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নেন। তরুণদের সুযোগ করে দিতেই তাঁর এই সিদ্ধান্ত। তবে বিশ্বকাপ স্কোয়াডের বাকি সবাই আছেন। তাদের সঙ্গে যুক্ত করা হয়েছে ইফতিখার আহমেদ, হায়দার আলী, খুশদিল শাহ, শাহনওয়াজ দাহানিকে। 

১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ২০ নভেম্বর দ্বিতীয় ও ২২ নভেম্বর হবে শেষ ম্যাচ। 

টি-টোয়েন্টি সিরিজের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাবর আজমের দল। ২৬ নভেম্বর চট্টগ্রামে প্রথম ও ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হাসান আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, শোয়েব মালিক ও উসমান কাদির। 

বৃষ্টিতে ভেসে গেল রিশাদদের ম্যাচ

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’