হোম > খেলা > ক্রিকেট

সাকিবের একটা উইকেটের আফসোস

মিরপুরে দ্বিতীয় টেস্টে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দিয়ে ভালোই চেপে ধরেছিল বাংলাদেশ। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিন ভেলকিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে ৩ উইকেটের পরাজয়ে স্বপ্নভঙ্গ হয় স্বাগতিকদের।এই ম্যাচে এক উইকেট না পাওয়ার আফসোস কাজ করছে সাকিবের। 

৪৫ রানে ৪ উইকেট নিয়ে  আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ভারত। দিনের খেলার দ্বিতীয় ওভারেই জয়দেব উনাদকাটকে তুলে নেন সাকিব। এরপর ঋষভ পন্তকে ভয়ংকর হওয়ার আগেই ড্রেসিংরুমের পথ দেখান মিরাজ। পন্তের পর ‘সেট’ ব্যাটার অক্ষর প্যাটেলের উইকেটও তুলে নেন মিরাজ। তাতে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সফরকারীরা। তখন রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ার অষ্টম উইকেট জুটিতে ৭১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ম্যাচ জিতে মাঠ ছাড়েন।

চাপের মুখে অশ্বিন-আইয়ারের সাবলীল ব্যাটিংকে কৃতিত্ব দেন সাকিব।  ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক  বলেন, ‘চাপে শ্রেয়াস এবং অশ্বিন ভালো খেলেছে। আমাদের আর একটা উইকেট দরকার ছিল। অনেক যদি-কিন্তুর কথা আমরা চিন্তা করতে পারি  তবে যেভাবে খেলেছি, তাতে খুশি।’

ছোট পুঁজি হলেও ভারতের জিততে অনেক বেগ পেতে হয়েছে। ম্যাচ হেরেও তাই ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন সাকিব। বাংলাদেশের অধিনায়কের ভাষ্য, ‘সবাই অবদান রেখেছে। আমরা এই ভেন্যুতে ভালো খেলেছি।দলের মানসিকতায় আমি খুশি। আশা করি, সামনের বছর আরও ভালো হবে।’

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা

চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশ কোথায়

‘অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’