হোম > খেলা > ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের আম্পায়ার

ক্রীড়া ডেস্ক    

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচের আম্পায়ার সৈকত। ছবি: ফেসবুক

১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। করাচি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মাঠে তাঁর সঙ্গী থাকবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবোরো।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রুপ পর্বের ম্যাচের জন্য আম্পায়ারদের তালিকা ঘোষণা করেছে আইসিসি। উদ্বোধনী ম্যাচ ছাড়াও ২৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিতব্য আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসনের সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে (১ মার্চ)। ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে রাখা হয়েছে তাঁকে।

আইসিসির এলিট প্যানেলে থাকায় সৈকতকে এখন বিদেশের দ্বিপক্ষীয় সিরিজে দেখা যাচ্ছে নিয়মিত। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আম্পায়ারিং করেছেন তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে যশস্বী জয়সওয়ালের আউটের সিদ্ধান্ত নিয়ে সৈকত বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। কাজ করেছেন চলমান ভারত-ইংল্যান্ড সিরিজেও।

চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ অফিশিয়ালদের তালিকা

আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রাইফেল, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন

ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফট

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক