২০২৩ সালে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নাহিদা আকতার। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে মাসসেরার পুরষ্কারও জিতেছেন গত বছরই। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন নাহিদা।
২০২৩ সালের মেয়েদের বর্ষসেরা ওয়ানডে দল আজ ঘোষণা করেছে আইসিসি। সেই দলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন নাহিদা। বাংলাদেশের বাহাতি স্পিনার গত বছর ওয়ানডেতে নিয়েছেন ২০ উইকেট। যা গত বছর ওয়ানডেতে নারী ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন তিনি। নাহিদার এমন পারফরম্যান্সই মূলত আইসিসির ২০২৩-এর নভেম্বরের সেরা নারী ক্রিকেটারের পুরস্কার পেতে অবদান রেখেছে।
আইসিসির গত বছরের নারী ওয়ানডে দলটির নেতৃত্বে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। গত বছর ৬৯.১৬ গড় ও ১২৫.৩৭ স্ট্রাইকরেটে ৪১৫ রান করেন তিনি। ২ সেঞ্চুরির পাশাপাশি ১ ফিফটি করেন তিনি। শ্রীলঙ্কা থেকে আছেন শুধু তিনিই। অস্ট্রেলিয়ার পাঁচ ক্রিকেটার আছেন আইসিসির গত বছরের নারী ওয়ানডে দলে। নারীদের ওয়ানডে ক্রিকেটে গত বছর সর্বোচ্চ ২৪ উইকেট পাওয়া অ্যাশলে গার্ডনার আছেন। ব্যাটিংয়েও বেশ কিছু কার্যকরী ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বাকি চার ক্রিকেটার হলেন ফোব লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি ও অ্যানাবেল সাদারল্যান্ড। যার মধ্যে মুনি আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে দলটির উইকেটরক্ষকের দায়িত্বে থাকছেন। লিচফিল্ড, পেরি, মুনি গত বছর ওয়ানডেতে করেছেন ৪৮৫,৪৬৭ ও ৪৩৯ রান। গত বছরের সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও পাঁচ নম্বরে লিচফিল্ড, পেরি ও মুনি।
নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার অ্যামেলিয়া কার ও লি তাহুহু আছেন আইসিসির ২০২৩-এর বর্ষসেরা নারী ওয়ানডে দলে। কার গত বছরের সর্বোচ্চ ৫৪১ রান করেন। গড় ৬৭.৬৩ ও স্ট্রাইকরেট ৮৭.৬৮। তিনি। ২ সেঞ্চুরির পাশাপাশি ৩ ফিফটি করেন তিনি। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার আছেন একজন করে ক্রিকেটার। ইংল্যান্ডের নাটালি সাইভার ব্রান্ট গত বছরের নারীদের ওয়ানডেতে সর্বোচ্চ ৩ সেঞ্চুরি করেন। নাদিনে ডি ক্লার্ক এখানে দক্ষিণ আফ্রিকার একমাত্র ক্রিকেটার।
আইসিসির ২০২৩-এর বর্ষসেরা নারী ওয়ানডে দল:
ফোব লিচফিল্ড (অস্ট্রেলিয়া)
চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা) (অধিনায়ক)
এলিস পেরি (অস্ট্রেলিয়া)
অ্যামেলিয়া কার (নিউজিল্যান্ড)
বেথ মুনি (অস্ট্রেলিয়া) (উইকেটরক্ষক)
নাটালি সাইভার ব্রান্ট (ইংল্যান্ড)
অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া)
অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া)
নাদিনে ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা)
লি তাহুহু (নিউজিল্যান্ড)
নাহিদা আক্তার (বাংলাদেশ)