হোম > খেলা > ক্রিকেট

৩২ টেস্ট পর বাদ মুমিনুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্ট ক্রিকেটে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন মুমিনুল হক। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। ৫৪ টেস্টে ১১ সেঞ্চুরি ও ১৫ ফিফটি আছে তাঁর। ক্যারিয়ারের সূর্যোদয়ে দেশের বেশ কিছু সংবাদমাধ্যম তো তাঁকে ‘বাংলার ব্র্যাডম্যান’ তকমাও দিয়েছিল।

তবে এ বছরটা মোটেও ভালো যাচ্ছে না মুমিনুলের। টানা ৮ ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেনি তাঁর ব্যাট। আত্মবিশ্বাস তলানিতে ঠেকায় এবার দল থেকে বাদ পড়েছেন তিনি। ৫ বছর পর টেস্ট দল থেকে বাদ পড়েন বাঁহাতি ব্যাটার। টানা ৩২ টেস্ট খেলা এই ব্যাটারকে ছাড়াই সেন্ট লুসিয়া টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ। 

২০১৩ সালে শ্রীলঙ্কা সিরিজে জাতীয় দলে সুযোগ পান তিনি। এরপর থেকে ব্যাটিংয়ে বাংলাদেশের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টে ছিলেন না তিনি। একই বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের ইতিহাসের পর দ্বিতীয় ম্যাচের দলে ফেরেন তিনি। 

২০১৭ সালের পর থেকে বাংলাদেশ দলে নিয়মিত ব্যাটার ছিলেন মুমিনুল। এ সময়ে ৩২ টেস্ট খেলেছেন কক্সবাজার থেকে জাতীয় দলে উঠে আসা এই ব্যাটার। অ্যান্টিগা টেস্টেও নিজের ব্যাটিং ভালো করতে না পারায় এবার দল থেকে বাদ পড়েছেন তিনি।

বিপিএল থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে