হোম > খেলা > ক্রিকেট

‘বিশ্বকাপের পরই বাবরের অধিনায়কত্ব ছাড়া উচিত’ 

সময়টা বড্ড খারাপ যাচ্ছে বাবর আজমের। অধিনায়কত্ব কিংবা ব্যাটিং-কোনোটাতেই বাবর পারছেন না আশানুরূপ পারফরম্যান্স করতে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দুই ম্যাচ হারায় তাঁর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র সমালোচনার ঝড়। সাবেক ক্রিকেটাররা তাঁকে রীতিমতো ধুইয়ে দিচ্ছেন। কামরান আকমল তাঁকে (বাবর) বিশ্বকাপের পরই অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। 

এবারের বিশ্বকাপে দুই ম্যাচে বাবর ১০ বলে করেছেন মাত্র ৪ রান। যেখানে মেলবোর্নে ভারতের বিপক্ষে মেরেছিলেন গোল্ডেন ডাক। আর পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ৯ বলে ৪ রান। আর দুটো ম্যাচেই পাকিস্তান হেরেছে শেষ বলের রোমাঞ্চে। তাতে বিশ্বকাপ থেকে অনেকটাই ছিটকে গেছে পাকিস্তানিরা। বাবরের প্রসঙ্গে কামরান বলেন, ‘যদি সে আমাকে বড় ভাই মনে করে, আমি বলব বিশ্বকাপের পরই বাবর আজমের অধিনায়কত্ব ছাড়া উচিত। যদি আপনি চান, সে (বাবর) ২২ হাজার বা ২৫ হাজার রান করুক, তাহলে তার শুধু খেলোয়াড় হিসেবে খেলা উচিত। তা না হলে সে অত্যধিক চাপে পড়বে এবং তার পারফরম্যান্স খারাপ হবে।’ 

চলতি বছরের শুরুতেই সব সংস্করণ থেকে অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। কোহলির এই পথেই যেন বাবরকে হাঁটতে বললেন আকমল। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘বিরাট কোহলির মতো শুধু খেলায় ফোকাস করা উচিত। তাকে (বাবর) আরও লম্বা সময় খেলতে হবে। তার মতো দারুণ টেকনিকের ব্যাটার আমরা দেখতে পাব না।’

ফখর জামানকে কেন শাস্তি দিল আইসিসি

৩ ফিফটিতে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দিন

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার