হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টি খেলে টেস্টের রেকর্ড ভাঙল ইংল্যান্ড

সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট-ইংল্যান্ড ক্রিকেট দলের বর্তমানে খেলার ধরন যেন এমনই। ভেন্যু, প্রতিপক্ষ যা-ই হোক না কেন, ইংল্যান্ডের কাছে তা কোনো ব্যাপারই না। রাওয়ালপিন্ডিতে আজ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড খেলেছে ‘টি-টোয়েন্টি’। চার ব্যাটারের সেঞ্চুরিতে ইংল্যান্ড প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ৫০৬ রান। তাতে টেস্ট ক্রিকেটে ১০০ বছরেরও আগের পুরনো রেকর্ড ভেঙে গেছে।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। উদ্বোধনী জুটিতে জ্যাক ক্রলি-বেন ডাকেট যোগ করেছেন ২১৬ বলে ২৩৩ রান। দুই ওপেনারই পেয়েছেন সেঞ্চুরি। ক্রলি করেছেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি আর ডাকেট সাদা পোশাকে পেয়েছেন প্রথম সেঞ্চুরি। ডাকেটকে এলবিডব্লু করে ২৩৩ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন জাহিদ মাহমুদ। ১১০ বলে ১০৭ রান করেছেন ডাকেট। ডাকেটের বিদায়ের পর দ্রুতই ড্রেসিংরুমের পথ ধরেন ক্রলি। ক্রলিকে বোল্ড করে দেন হারিস রউফ। যা অভিষেক টেস্টে রউফের প্রথম উইকেট। জো রুট অবশ্য বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ৩১ বলে ২৩ রান করে জাহিদের বলে এলবিডব্লু হয়েছেন রুট। 

রুট বিদায় নিলে উইকেটে আসেন হ্যারি ব্রুক। চতুর্থ উইকেটে ব্রুক-ওলি পোপ হয়ে ওঠেন আরও বিধ্বংসী। ব্রুক-পোপ চতুর্থ উইকেট জুটিতে গড়েছেন ১৪৯ বলে ১৭৬ রান। টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রুক। আর সাদা পোশাকে পোপ পেয়েছেন তৃতীয় সেঞ্চুরি। পোপকে এলবিডব্লু করে অভিষেক টেস্টেই উইকেট পেয়েছেন মোহাম্মদ আলি। আর স্টোকস উইকেটে এসেই মারমুখী ব্যাটিং করেন। ১৫ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন ইংলিশ অধিনায়ক। ব্রুক অপরাজিত আছেন ৮১ বলে ১০১ রান করে।

ইংল্যান্ড অবশ্য ৪ উইকেটে ৫০৬ রান করেছে ৭৫ ওভার ব্যাটিং করে। টেস্টে প্রথম দিনে সর্বোচ্চ রানের স্কোর এখন এটিই। ১৯১০ সালে সিডনিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনে ৬ উইকেটে ৪৯৪ রান করেছিল অস্ট্রেলিয়া। 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ