হোম > খেলা > ক্রিকেট

শেবাগকে কলা খাওয়া শিখিয়েছেন শচীন

আজ ২৪ এপ্রিল। ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারের ৪৯ তম জন্মদিন। বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন অসংখ্য অনুরাগী। সেই দলেরই একজন সাবেক সতীর্থ বীরেন্দর শেবাগ। তবে অন্যদের তুলনায় শেবাগের শুভেচ্ছা বার্তাটা একটু চমকপ্রদই হলো। শচীনকে শুভেচ্ছা জানাতে গিয়ে গোপন একটা খবরও ভক্তদের সামনে প্রকাশ করলেন ভারতের সাবেক ওপেনার। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন শেবাগ। সেখানে দেখা যায় কলা খাচ্ছেন তিনি। শচীনের পরামর্শেই কলা খাওয়া শুরু করেছিলেন শেবাগ। ড্রেসিংরুমে তাঁর বকবক বন্ধ করতেই নাকি এমনটা করতেন শচীন। আজ পোস্ট করা ভিডিওতে শেবাগ বলেছেন, ‘আমার ওপর শচীন ভাইয়ের প্রত্যাশা ছিল, খেলা দেখার সময় ড্রেসিংরুমে চুপচাপ থাকা।’

শেবাগ যোগ করেন, ‘মুখ বন্ধ রাখার জন্য তিনি আমাকে কলা খাওয়াতেন। যাতে কলা খাওয়ার সময় আমি বেশি কথা বলতে না পারি। আজ তার জন্মদিনে আমার সবচেয়ে বড় উপহার হবে নীরব থাকা। আজ আমি কিছু বলব না। ভাই, আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমি এখন কলাই খাব।’

ভিডিওতে দেখা যায় ৪টি কলা নিয়ে বসেছেন শেবাগ। প্লেট থেকে একটি কলা নিয়ে খাওয়া শুরু করেন তিনি। সাবেক সতীর্থের এমন অভিনব শুভেচ্ছাবার্তা নিশ্চয়ই শচীনকে বাড়তি আনন্দ দিয়েছে। ১৯৭৩ সালে আজকের এই দিনে ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইতে জন্ম নেন শচীন। ভারতের জার্সিতে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। দুই দশকেরও বেশি সময়ে সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন শচীন।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি